পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

àäätofotos 1 [1885, 23rd December. চতুৰ্থ ভাগ—একত্রিংশ~খণ্ড কাশীপুর উদ্যানে নরেন্দ্রাদি ভক্তসঙ্গে । প্রথম পরিচ্ছেদ । কৃপাসিন্ধু শ্রীরামকৃষ্ণ । মাষ্টার, নিরঞ্জন, ভবনাথ । শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে কাশীপুরে বাস করিতেছেন। এতে অস্থখ— কিন্তু এক চিন্তা—কিসে ভক্তদের মঙ্গল হয় । নিশিদিন কোনো নী কোনো ভক্তের বিষয় চিন্তা করিতেছেন । * শুক্রবার ১১ই ডিসেম্বর, ২৭এ অগ্রহায়ণ, শুক্লা পঞ্চমীতে শ্যামপুকুর হইতে ঠাকুর কাশীপুরের বাগানে আইসেন । আজ বারো দিন । ছোকরা ভক্তের ক্রমে কাশীপুরে আসিয়া অবস্থিতি করিতেছেন— ঠাকুরের সেবার জন্য। এখনও বাট অনেকে যাতায়াত করেন। গৃহী ভক্তেরা প্রায় প্রত্যহ দেখিয়া যান—মধ্যে মধ্যে রাত্রেও থাকেন। ভক্তেরা প্রায় সকলেই জুটিয়াছেন । ১৮৮১ খ্ৰীষ্টাব্দ হইতে ভক্তসমাগম হইতেছে । শেষের ভক্তেরা সকলেই আসিয়া পড়িয়াছেন । ১৮৮৪ খ্ৰীষ্টাব্দের শেষাশেষী শশী ও শরৎ ঠাকুরকে দর্শন করেন ; কালেজের পরীক্ষাদির পর ১৮৮৫র মাঝামাঝি হইতে র্তাহারা সর্ববদ যাতায়াত করেন। ১৮৮৪ খৃষ্টাব্দের সেপ্টেম্বর মাসে স্টার থিয়েটরে শ্ৰীযুক্ত গিরীশ ( ঘোষ ) ঠাকুরকে দর্শন করেন। তিন মাস পরে অর্থাৎ ডিসেম্বরের প্রারম্ভ হইতে তিনি সর্ববদ যাতায়াত করেন । ১৮৮৪, ডিসেম্বরের শেষে শারদ ঠাকুরকে দক্ষিণেশ্বরমন্দিরে দর্শন করেন । স্থবোধ ও ক্ষীরোদ ১৮৮৫র আগষ্ট মাসে ঠাকুরকে প্রথম দৰ্শন করেন। আজ সকালে প্রেমের ছড়াছড়ি । নিরঞ্জনকে বলছেন, ‘তুই আমার বাপ, তোর কোলে বসব। কালীপদর বক্ষ স্পর্শ করিয়া বলিতেছেন, চৈতন্য হও । আর চিবুক ধরিয়া তাহাকে আদর করিতেছেন ; আর বলিতেছেন, "যে আন্তরিক ঈশ্বরকে ডেকেছে বা সন্ধ্যা আহ্নিক করেছে, তার এখানে আসতেই হবে ।’ আজ সকালে দুইটি ভক্ত