পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশীপুর । ভক্তসঙ্গে । অসুখের গুহ উদ্দেশ্য। ৩২৭ স্ত্রীলোকের উপরও কৃপা করিয়াছেন । সমাধিস্থ হইয়া তাহদের বক্ষে চরণ দ্বারা স্পর্শ করিয়াছেন । র্তাহারা অশ্রু বিসর্জন করিতে লাগিলেন ; একজন কঁাদিতে কঁাদিতে বলিলেন, “আপনার এত দয়া !’ প্রেমের ছড়াছড়ি ! সিতির গোপালকে কৃপা করিবেন বলিয়া বলিতেছেন, গোপালকে ডেকে আন । আজ বুধবার, ৯ই পৌষ ; অগ্রহায়ণের কৃষ্ণ দ্বিতীয়, ২৩ ডিসেম্বর, ১৮৮৫ ৷ সন্ধ্যা হইয়াছে । ঠাকুর জগন্মাতার চিন্তা করিতেছেন । কিয়ৎক্ষণ পরে ঠাকুর অতি মৃদুস্বরে দু একটি ভক্তের সহিত কথা কহিতেছেন। ঘরে কালী, চুণীলাল, মাষ্টার, নবগোপাল, শশী, লিল্লগুরুল প্রভৃতি ভক্তেরা আছেন। শ্রীরামকৃষ্ণ । একটি টুল কিনে আনবে—এখানকার জন্য । কত নেবে ? মাষ্টার । আজ্ঞ, দু তিন টাকার মধ্যে । শ্রীরামকৃষ্ণ । জলপিড়ি যদি বারো আনা, ওর দাম অত হবে কেন ? মাস্টার । বেশী হবে না,—ওরই মধ্যে হয়ে যাবে । শ্রীরামকৃষ্ণ । আচ্ছা, কাল আবার হুহম্পতিৰ ৱেৱ বাল্লবেলা,- তুমি তিনটের আগে আসতে পারবে না ? মাষ্টার। যে আজ্ঞা, আসব। [ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি অবতার ? অসুখের গুহ উদ্দেশ্য । ] শ্রীরামকৃষ্ণ (মাষ্টারের প্রতি) । আচ্ছ, এ অসুখটা কদিনে সারবে ? মাষ্টার। একটু বেশী হয়েছে—দিন নেবে । শ্রীরামকৃষ্ণ । কত দিন ? মাষ্টার । পাচ ছ মাস হতে পারে । এই কথায় ঠাকুর বালকের ন্যায় অধৈৰ্য্য হইলেন । আর বলিতেছেন—‘বল কি ? মাষ্টার । আজ্ঞা, সব সারতে। শ্রীরামকৃষ্ণ । তাই বল –আচ্ছ, এত ঈশ্বরীয় রূপ দর্শন, ভাব, সমাধি !—তবে এমন ব্যাম কেন ? মাষ্টার । আজ্ঞা, খুব কষ্ট হচ্ছে বটে, কিন্তু উদ্দেশ্য আছে। শ্রীরামকৃষ্ণ । কি উদ্দেশ্য ? মাষ্টার । আপনার অবস্থা পরিবর্তন হবে। নিরাকারের দিকে ঝোক