পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশীপুর। নরেন্দ্রাদি ভক্তসঙ্গে । ©öማ মাষ্টার । ঈশ্বর আছেন—তিনি কি বলেন ? : নরেন্দ্র। ঈশ্বর আছেন কি করে বলছেন ? তুমিই জগৎ স্থাঃ ক’রছো । Berkeley কি বলেছেন, জানো ত ? মাষ্টার। হা তিনি ΧΠΕΙ Χίδ—Their esse is percipii– (The existence of external objects depends upon their perception.)—যতক্ষণ ইন্দ্রিয়ের কায চলেছে, ততক্ষণই জগৎ !’ [ পূর্বকথা—তোতাপুরীর ঠাকুরকে উপদেশ—মনেই জগৎ । ] শ্রীরামকৃষ্ণ । ন্যাংটা বলতে, ‘মনেই জগৎ, আবার মনেতেই লয় হয়। “কিস্ত ক্ষাতক্ষণ আমি আছে ততক্ষণ সেনব্য সেবকই ভাল । - o নরেন্দ্র (মাষ্টারের প্রতি) । বিচার যদি কর, তা হ’লে ঈশ্বর আছেন, কেমন করে বলবে ? আর বিশ্বাসের উপর যদি যাও, তা হলে সেবা-সেবক মানতেই হবে । তা যদি মানো—আর মানতেই হবে— তা হলে দয়াময়ও বলতে হবে । “তুমি কেবল দুঃখটাই মনে করে রেখেছ । তিনি যে এত সুখ দিয়েছেন, তা ভুলে যাও কেন ? তার কত কৃপা ! তিনটি বড় বড় জিনিস আমাদের দিয়েছেন—মানুষজন্ম, ঈশ্বরকে জানবার ব্যাকুলত, আর মহাপুরুষের সঙ্গ, দিয়েছেন।” “মনুষ্যত্বং মুমুক্ষুত্ৰং মহাপুরুষ সংশ্রত্নঃ ” সকলে চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ( নরেন্দ্রের প্রতি ) । আমার কিন্তু বেশ বোধ হয়, ভিতরে একটী আছে । রাজেন্দ্রলাল দত্ত আসিয়া বসিলেন । হোমিওপ্যাথিক মতে ঠাকুরের চিকিৎসা করিতেছেন। ঔষধাদির কথা হইয়া গেলে, ঠাকুর অঙ্গুলি নির্দেশ করিয়া মনোমোহনকে দেখাইতেছেন। ডাক্তার রাজেন্দ্ৰ—“উনি আমার মামা'ত ভায়ের ছেলে।’ নরেন্দ্র নীচে আসিয়াছেন। আপনা আপনি গান গাইতেছেন। গান—সব দুঃখ দূর করিলে দরশন দিয়ে ; মোহিলে প্রাণ। সপ্ত লোক ভুলে শোক তোমারে পাইয়ে, কোথা আমি অতি দীন হীন।