পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৩৬ শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । [ 1886, 17th April, [ ঠাকুর শ্রীরামকৃষ্ণের আত্মপূজা। ভক্তদের প্রসাদ প্রদান। ] ঠাকুরের সম্মুখে পুষ্পপাত্রে ফুল চন্দন আনিয়া দেওয়া হইয়াছে। ঠাকুর শয্যায় বসিয়া আছেন। ফুল চন্দন দিয়া আপনাকেই পূজা করিতেছেন। সচন্দন পুষ্প কখনও মস্তকে, কখনও কণ্ঠে, কখনও হৃদয়ে, কখনও নাভিদেশে, ধারণ করিতেছেন । মনোমোহন কোন্নগর হইতে আসিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন। ঠাকুর আপনাকে এখনও পূজা করিতেছেন। নিজের গলায় পুষ্পমালা দিলেন। কিয়ৎক্ষণ পরে যেন প্রসন্ন হইয়া মনোমোহনকে নিৰ্ম্মাল্য প্রদান করিলেন। মণিকে একটি চম্পক দিলেন। দ্বিতীয় পরিচ্ছেদ । বুদ্ধদেব কি ঈশ্বরের অস্তিত্ব মানিতেন ? নরেন্দ্রকে শিক্ষা । বেল নয়টা হইয়াছে ; ঠাকুর মাষ্টারের সহিত কথা কহিতেছেন ; ঘরে শশীও আছেন । শ্রীরামকৃষ্ণ (মাস্টারের প্রতি) লরেন্দ্র আর শশী কি বলছিল—কি বিচার করছিল ? মাস্টার (শশীর প্রতি ) ৷ কি কথা হচ্ছিল গা ? শশী । নিরঞ্জন বুঝি বলেছে ? শ্রীরামকৃষ্ণ । ঈশ্বর নাস্তি অস্তি, এই সব কি কথা হচ্ছিল ? শশী (সহস্তে )। (নরেন্দ্রকে ) ডাকব ? শ্রীরামকৃষ্ণ । ডাক্। নরেন্দ্র আসিয়া উপবেশন করিলেন । স্ত্রীরামকৃষ্ণ (মাষ্টারের প্রতি)। তুমি কিছু জিজ্ঞাসা কর। কি কথ হচ্ছিল, বল। নরেন্দ্র ৷ পেট গরম হয়েছে। ও আর কি বোলবো । শ্রীরামকৃষ্ণ । সেরে যাবে। মাস্টার (সহস্তে )। বুদ্ধ অবস্থা কি রকম ? নরেন্দ্র । আমার কি হয়েছে, তাই বোলবো ।