পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-o-HsiologosTE [1883, 25th February. অহেতুকী ভক্তি। মূলকথা—রাগামুগা ভক্তি। ] “যদি রাগ ভক্তি হয়—অনুরাগের সহিত ভক্তি—ত হ’লে তিনি স্থির থাকতে পারেন না । . . . - “ভক্তি র্তার কিরূপ প্রিয়—খোল দিয়ে জাব যেমন গরুর প্রিয়,— *ব গব, করে খায় ! - “রাগ-ভক্তি–শুদ্ধাভক্তি—আহেতুকী ভক্তি। যেমন প্ৰহলাদের। “তুমি বড়লোকের কাছে কিছু চাও না—কিন্তু রোজ আসো— তাকে দেখতে ভালবাসে । জিজ্ঞাসা করলে বল—‘আজ্ঞ, দরকার কিছু নাই—আপনাকে দেখতে এসেছি। এর নাম অহৈতুকীভক্তি । তুমি ঈশ্বরের কাছে কিছু চাও না—কেবল ভালবাসে । এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন – “আমি মুক্তি দিতে কাতর নই শুদ্ধা ভক্তি দিতে কাতর হই । শ্ৰীকথামৃত, ২য় ভাগ, ৩৪ পৃষ্ঠা। “মূলকথা ঈশ্বরে রাগানুগ ভক্তি।--আর বিবেক বৈরাগ্য ।” চৌধুরী। মহাশয়, গুরু না হ’লে কি হ’বে না ? বু শ্রীরামকৃষ্ণ। সচিদানন্দই গুরু। “শব সাধন করে ইষ্ট দর্শনের সময় গুরু সামনে এসে পড়েন,-- বলেন, ঐ দেখ তোর ইষ্ট ।”—তার পর গুরু ইন্টে লীন হয়ে । যিনি গুরু তিনিই ইষ্ট । গুরু খেই ধরে দেন । “অনন্তব্রত করে। কিন্তু পূজা করে বিষ্ণুকে । তারই মধ্যে ঠরর অনন্তরূপ। [ শ্রীরামকৃষ্ণের সর্বধৰ্ম্ম সমন্বয় । ] রামাদি ভক্তদের প্রতি) “যদি বল কোন মূৰ্ত্তির চিন্তা করবো ; যে *ील লাগে তারই ধ্যান করবে। কিন্তু জানূবে যে সবই এক । "ণর উপর বিদ্বেষ করতে নাই। শিব, কালী, হরি,—সবই " ভিন্ন ভিন্ন রূপ। যে এক করেছে সেই ধন্ত ।