পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নন্দনবাগান। ব্রাহ্মভক্তসঙ্গে—উৎসবানন্দে। ২৩ দ্বিতলায় জলযোগ করিতে চলিলেন । ভিড়েতে বসিবার জায়গা পাওয়৷ যাইতেছে না। অনেক কষ্টে ঠাকুরকে একধারে বসানো হইল। স্থানট অপরিস্কার । একজন রন্ধনী ব্রাহ্মণী তরকারী পরিবেশন করিল—ঠাকুরের তরকারী খাইতে প্রবৃত্তি হইল না । তিনি মুন টাকনা দিয়া লুচি খাইলেন ৪ কিঞ্চিৎ মিষ্টান্ন গ্রহণ করিলেন । ঠাকুর দয়াসিন্ধু। গৃহস্বামীদের ছোকরা বয়স । তাহারা তাহার পূজা করিতে জানে না বলিয়া তিনি কেন বিরক্ত হইবেন ? তিনি না খাইয়া চলিয়া গেলে যে তাহদের অমঙ্গল হইবে । আর তাহারা ঈশ্বরকে উদেশ করিয়াই এই সমস্ত আয়োজন করিয়াছে। আহারান্তে ঠাকুর গাড়ীতে উঠিলেন। গাড়ী ভাড়া কে দিবে ? গৃহস্বামীদের দেখতেই পাওয়া যাচ্ছে না । ঠাকুর গাড়ীভাড়া সম্বন্ধে ভক্তদের কাছে আনন্দ করিতে করিতে গল্প করিয়াছিলেন— “গাড়ী ভাড়া চাইতে গেল । তা প্রথমে হাকিয়ে দিলে !— তার পর অনেক কষ্টে তিন টাকা পাওয়া গেল, দু আন আর দিলে না ! বলে ঐতেই হবে ।” শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত, চতুর্থ ভাগ, চতুর্থ খণ্ড সমাপ্ত ।