পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেরমন্দিরে। ঠাকুরের শ্ৰীচরণপূজা। ミQ হইয়া মাকে প্রাণাম করিলেন । দেখিলেন রাম, মাস্টার, কেদার, তারক প্রভৃতি ভক্তের সেখানে দাড়াইয়া আছেন। - [ শ্ৰীযুক্ত তারকের প্রতি স্নেহ। কেদার ও কামিনীকাঞ্চন । ] ঠাকুর তারককে চিবুক ধরিয়া আদর করিতেছেন । র্তাহাকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন । : ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিজের ঘরে মেজেতে বসিয়া আছেন। পা দুখানি বাড়াইয়া দিয়াছেন,—রাম ও কেদার নানা কুসুম ও পুষ্পমালা দিয়া শ্ৰীপাদপদ্ম বিভূষিত করিয়াছেন । ঠাকুর সমাধিস্থ। কেদারের নব রসিকের ভাব । শ্ৰীচরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ ধারণ করিয়া তাছেন । তাহা হইলে শক্তি সঞ্চার হইবে-এই ধারণ । ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন—‘ম, আঙ্গুল ধরে আমার কি করতে পারবে !’ কেদার বিনীত ভাবে হাত জোড় করিয়া আছেন । স্ত্রীরামকৃষ্ণ (কেদারের প্রতি, ভাবাবেশে) । কামিনীকাঞ্চনে মন টানে (তোমার )—মুখে বল্পে কি হবে যে আমার ওতে মন নাই ! “ এগিয়ে পড়ে। চন্দন কাঠের পর আরও আছে–রপার খনি—সোণার খনি—হীরে মাণিক। একটু উদ্দীপন হয়েছে বলে মনে কোরো না যে সব হয়ে গেছে ! ঠাকুর আবার মার সহিত কথা কহিতেছেন। বলিতেছেন,—“ম একে সরিয়ে দাও !” কেদার শুষ্ককণ্ঠ । রামকে সভয়ে বলিতেছেন,—“ঠাকুর একি বলছেন ! [ অবতার ও পার্ষদ ] - শ্ৰীযুক্ত রাখালকে দেখিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছেন। রাখালকে সম্বোধন করিয়া বলিতেছেন,— “আমি অনেক দিন এখানে এসেছি !—তুই কবে এলি ? ঠাকুর কি ইঙ্গিত করিয়া বলিতেছেন যে তিনি ঈশ্বরের অবতার !—আর রাখাল তাহার একজন পার্ষদ—অন্তরঙ্গ ? শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত, চতুর্থ ভাগ, পঞ্চম খণ্ড সমাপ্ত।