পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পেনিটী মহোৎসবে । ভক্তসঙ্গে সঙ্কীৰ্ত্তনানন্দে। ২৭ সঙ্গে আসিবার কথা ছিল। রাম সকালে কলিকাতা হইতে মাষ্টারের সহিত দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন । সেইখানে আসিয়া ঠাকুরকে দর্শন ও প্রণামান্তর উত্তরের বারান্দায় আসিয়া প্রসাদ পাইলেন। রাম কলিকাতা হইতে যে গাড়ীতে আসিয়াছিলেন সেই গাড়া করিয়া ঠাকুরকে পেনেটীতে আনা হইল । সেই গাড়ীতে রাখাল, মাষ্টার, রাম, ভবনাথ আরও দুএকটা ভক্ত—তাহার মধ্যে একজন ছাদে বসিয়াছিলেন ।

  • ist Magazine Road দিয়া চানকের বড় রাস্তায় (Trunk Road ) গিয়া পড়িল। যাইতে যাইতে ঠাকুর ছোকরা ভক্তদের সঙ্গে অনেক ফঃি নাঃি করিতে লাগিলেন।

[ পেনেট মহোৎসবে শ্রীরামকৃষ্ণের মহাভাব । ] পেনেটর মহোৎসব ক্ষেত্রে গাড়ী পৌছিলামাত্র রাম প্রভৃতি ভক্তেরা দেখিয়া অবাক হইলেন –ঠাকুর গাড়ীতে এই আনন্দ করিতেছিলেন, হঠাৎ একাকী নামিয়া তীরের ন্যায় ছুটিতেছেন : র্তাহারা অনেক খুজিতে খুজিতে দেখিলেন যে নবদ্বীপ গোস্বামীর সংকীৰ্ত্তনের দলের মধ্যে ঠাকুর নৃত্য করিতেছেন ও মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন। পাছে পড়িয়া যান শ্ৰীযুক্ত নবদ্বীপ গোস্বামী সমাধিস্থ দেখিয়া তাহাকে অতি যত্নে ধারণ করিতেছেন। আর চতুৰ্দ্দিকের ভক্তর হরিধ্বনি করিয়া তাহার চরণে পুষ্প ও বাতাস নিক্ষেপ করিতেছেন ও একবার দর্শন করিবার জন্য ঠেলাঠেলি করিতেছেন । ঠাকুর অৰ্দ্ধবাহদশায় নৃত্য করিতেছেন। বাহ দশায় নাম ধরিলেন— গান—যাদের হরি বলিতে নয়ন ঝুরে, ঐ তারা তারা দুভাই এসেছে রে ! যার আপনি নেচে জগৎ নাচায়, তারা তারা দুভাই এসেছে বে! ( যারা আপনি কেঁদে জগৎ কাদায় ) (যারা মার খেয়ে প্রেম যাচে) ঠাকুরের সঙ্গে সকলে উন্মত্ত হইয়া নাচিতেছেন, আর বোধ করিতেছেন, ‘গৌর নিতাই আমাদের সাক্ষাতে নাচিতেছেন ? ঠাকুর আবার নাম ধরিলেন— গান—নদে টলমল টলমল করে—গেীর-প্রেমের হিল্লোলে রে ! স্তনতরঙ্গ রাঘবমন্দিরের অভিমুখে অগ্রসর হইতেছে। সেখানে