পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ov : āśīābūsoios 1 [1883, 16th December. খৃষ্টাব্দ। ঠাকুর মণিকে দেখিতেছেন ও গান গাহিতেছেন— তারিতে হবে মা তার হয়েছি শরণাগত । হইয়া রয়েছি যেন পিঞ্জরের পাখির মত ॥ অসংখ্য অপরাধা আমি, জ্ঞানশূন্য মিছে ভ্ৰমি, মায়াতে মোহিত হ’য়ে বৎসহারা গাভীর মত । [ রামচিন্তা। সীতার ন্যায় ব্যাকুলত । ] , “কেন ? পিঞ্জরের পাখীর মত হ’তে যাব কেন ? হাক । থু!” কহিতে কহিতে ভাবাবিষ্ট—শরীর, মন সব স্থির ও চক্ষে ধারা । কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, "ম", সীতার মত করে দাও —একবারে সব ভুল—দেহভুল, যোনি, হাত, পা, স্তন,—কোনো দিকেই হু স নাই !---কেবল এক চিন্তা—“কোথায় রাম ।’ , কিরূপ ব্যাকুল হলে ঈশ্বর লাভ হয়—মণিকে এইটা শিখাইবার জন্যই কি ঠাকুরের সীতার উদ্দীপন হইল ? সীতা রামময়জীবিত,-- রামচিন্তা করে উন্মাদিনী,—দেহ যে এমন প্রিয় তাহাও ভুলে গেছেন : বেলা ৪টা বাজিয়াছে । ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে সেই ঘরে বসিয়া আছেন। জনাইয়ের মুখুয্যে বাবু একজন আসিয়াছেন—তিনি শ্ৰীযুক্ত প্রাণকৃষ্ণের জ্ঞাতি। তাহার সঙ্গে একটা শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বন্ধু । মণি, রাখাল, লাটু, হরিষ, যোগান, প্রভৃতি ভক্তেরাও আছেন । যোগীন দক্ষিণেশ্বরের সাবর্ণ চৌধুরীদের ছেলে । তিনি আজ কাল প্রায় প্রত্যহ বৈকালে ঠাকুরকে দর্শন করিতে আসেন ও রাত্রে চলিয়! যান। যোগীন এখনও বিবাহ করেন নাই । মুখুয্যে ( প্রণামানন্তর ) । আপনাকে দর্শন করে বড় আনন্দ হোলে । ক্রীরামকুমঃ । তিনি সকলের ভিতরই আছেন । সকলের ভিতর সেই সোণা কোনো খানে বেশী প্রকাশ। সংসারে অনেক মাট চাপা। মুখুয্যে (সহস্তে)। মহাশয়, ঐহিক পারত্রিক কি তফাৎ ? খ্রীরামকৃষ্ণ । সাধনের সময় ‘নেতি’ ‘নেতি করে ত্যাগ করতে হয় । তাকে লাভের পর বুঝা যায় তিনিই সব হয়েছেন। “যখন রামচন্দ্রের বৈরাগ্য হোলো দশরথ বড় ভাবিত হয়ে বশিষ্ঠ