পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঘ শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত । শ্ৰীমুখকথিত চরিতামৃত। Three Classes of Evidence. * ঠাকুরের জন্মাবধি ঘটনাগুলি লইয়। তাহার চরিতামৃত ধারাবাহিকরূপে বিবৃত করিয়া প্রকাশ করিবার অনেক দিন হইতে ইচ্ছা আছে। ঐঐকথামৃত অন্ততঃ ছয় সাত ভাগ সম্পূর্ণ হইলে শ্ৰীমুখকথিত চরিতামৃত অবলম্বন করিয়া এইটা লিখিবার উপকরণ পাওয়া যাইবে । এ সম্বন্ধে তিন প্রকার উপকরণ ( materials ) পাওয়া যায়। SW Direct and Recorded on the same day offs. ঠাকুর ঐরামকৃষ্ণ শ্ৰীমুখে বাল্য, সাধনাবস্থা ইত্যাদি সম্বন্ধে অথবা ভক্তদের সম্বন্ধে নিজ চরিত যাহা বলিয়াছেন,—আর যাহা ভক্তেরা সেই দিনই লিপিবদ্ধ করিয়াছিলেন। ঐশ্ৰীকথামৃতে প্রকাশিত শ্ৰীমুখকথিত চরিতামৃত এই জাতীয় উপকরণ। ক্রম নিজে যে দিন ঠাকুরের কাছে বসিয়া যাহা দেখিয়াছিলেন, ও তাহার শ্ৰীমুখে শুনিয়াছিলেন, তিনি সেই দিন রাত্রেই ( বা দিবাভাগে ) সেইগুলি স্মরণ করিয়া দৈনন্দিন বিবরণে Diaryতে লিপিবদ্ধ করিয়াছিলেন। এই জাতীয় উপকরণ প্রত্যক্ষ ( Direct ) দর্শন ও শ্রবণ দ্বারা প্রাপ্ত। বর্ষ, তারিখ, বার, তিথি সমেত । R$ Direct but unrecorded at the time of the Master offs. ঠাকুরের শ্ৰীমুখে ভক্তেরা নিজে যাহা শুনিয়াছিলেন, আর এক্ষণে স্মরণ করিয়া বলেন। এ জাতীয় উপকরণও খুব ভাল। আর অন্তান্ত অবতারে প্রায় এইরূপই হইয়াছে। তবে চব্বিশ বৎসর হইয়া গিয়াছে। লিপিবদ্ধ থাকাতে যে ভুলের সম্ভাবনা, তাহ অপেক্ষ অধিক ভুলের সম্ভাবনা । of Hearsay and unrecorded at the time of the Master of{.. রের সমসাময়িক yহৃদয় মুখোপাধ্যায়, yরামচাটুৰ্য্যে, প্রভৃতি অন্যান্য ভক্তগণের নিকট হইতে ঠাকুরের বাল্য ও সাধনা বস্থা সম্বন্ধে আমরা যাহা শুনিয়াছি,—অথবা vকামারপুকুর, জয়রামবাটী, শু্যামবাজার-নিবাসী বা ঠাকুরগোষ্ঠীর ভক্তদের মুখ হইতে র্তাহার চরিত সম্বন্ধে যাহা শুনিতে পাই,—সে গুলি তৃতীয় শ্রেণীর উপকরণ। শ্ৰীশ্ৰীকথামৃত-প্রণয়নকালে শ্ৰীম প্রথম জাতীয় উপকরণের উপর নির্ভর করিয়াছেন। তাহার ধারাবাহিক চরিতামৃত যদি ভিন্ন আকারে শ্ৰীম—প্রকাশ করেন, সেও প্রধানতঃ এই প্রথম শ্রেণীর উপকরণের উপর, অর্থাৎ শ্ৰীমুখকথিত চরিতামৃতের উপর নির্ভর করিয়া লেখা হইবে ।