পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্ৰীমার আশীৰ্ব্বাদ। সপ্তদশবর্ষ পূর্বে। 히 ঠাকুরের নানাবিধ ঈশ্বরীয় অবস্থা, বর্ণনা করা মানুষের অসাধ্য। র্তাহার বালকাবস্থা বা পরমহংস অবস্থার কয়েকখানি চিত্র সন্নিবেশিত হইল । আর সিদ্ধিলাভের পর সাধনাবস্থায় যে সকল অমানুষিক ভাব ও অদ্ভুত দর্শন হইত, তাহারও কিঞ্চিৎ আভাস এই ভাগে পাওয়া যাইবে । * * * এই গ্রন্থে বিবৃত ঐ মুখকখিত চরিতাস্থত ও ঠাকুরের নালাবিধ অবস্থাও একস্থানে সাজাইয়া দেওয়া হইয়াছে —আমরা তাহার নিজের মুখে যাহ! শুনিয়াছি ও নিজের চক্ষে যাহা দেখিয়াছি। ম, ত্রয়োদশ বর্ষ পূৰ্ব্বে যখন শ্ৰীশ্ৰীকথামৃত-প্রণয়ন-ক্তরূহ ব্ৰত তোমার অকৃতী সস্তান গ্রহণ করে, তুমি আশীৰ্ব্বাদ করিয়াছিলে ও অভয় প্রদান করিয়াছিলে । শ্ৰীশ্ৰীনরেন্দ্র প্রভৃতি গুরুভায়েরাও যার পর নাই উৎসাহ প্রদান করিয়াছিলেন। এখনও শ্রযুক্ত বাবুরাম, শশী, গিরীশ প্রভৃতি ভায়েরা সৰ্ব্বদ। উৎসাহ দিতেছেন । মা, তোমার আশীৰ্ব্বাদ ও অভয়বাণী এ দাসামুদাসের একমাত্র অবলম্বন। এক্ষণে করজোড়ে প্রার্থনা করিতেছি, কৃপা করিয়া আশীৰ্ব্বাদ কর, যেন ঐশ্রীরামকৃষ্ণকথামৃত একমাত্র বাবার সেবা, তোমার সেবা, ও তোমাদের সন্তানদের ও ভক্তদের আনন্দবৰ্দ্ধনে উংসর্গীকৃত হইয়া থাকে। ইতি নবম্যাদি কল্পারম্ভ ও দেবীর বোধন । | একান্ত শরণাগত, দাসামুদাস, কলিকাতা, ২৭ এ সেপ্টেম্বর, ১৯১০ ; মা, তোমার অকৃতী সস্তান, ১•ই আশ্বিন, ১৩১৭ । | མྱེ་མཱ-— মা, তোমার আশীর্বাদে চতুর্থভাগের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হইল। কোজাগর পূর্ণিমা, আশ্বিন, ১৩২১। শ্ৰীম— শ্ৰীশ্ৰীমার আশীৰ্ব্বাদ । সপ্তদশবর্ষ পূর্বে । বাবাজীবন,— 嘯 磡 র্তাহার নিকট যাহা শুনিয়াছিলে, সেই কথাই সত্য । ইহাতে তোমার কোন ভয় নাই। এক সময় তিনিই তোমার কাছে এ সকল কথা রাখিয়াছিলেন ; এক্ষণে আবশুকমত তিনি প্রকাশ করাইতেছেন । ঐ সকল কথা ব্যক্ত না করিলে লোকের চৈতন্য হুইবে নাই, জানিবে । তোমার নিকট ৰে সমস্ত তাহার কথা আছে, তাহা সবই সত্য । এক দিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল, তিনিই ঐ সমস্ত কথা বলিতেছেন । * * ২১ আষাঢ়, ১৩০৪ ।