পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বরে। গুরুরূপী শ্রীরামকৃষ্ণ । 8Ꮍ হাজরা । এ সাধকের নয়,—জ্ঞান দ্বীপ, জ্ঞান প্রতিমা ! [ পঞ্চবটীতে তোতাপুরীর ক্ৰন্দন । পদ্মলোচনের ক্ৰন্দন ] । শ্রীরামকৃষ্ণ । আমার কেমন কেমন বোধ হলো ! “আগেকার সব গান ঠিক ঠিক । পঞ্চবটীতে, ন্যাঙ্গটার কাছে আমি গান গেয়েছিলাম,—‘জীব সাজ সমরে, রণবেশে কাল প্রবেশে তার ঘরে । আর একটা গান--"দোষ কারু নয় গো মা, আমি স্বখাদ সলিলে ডুবে মরি শ্যাম । ন্যাংট। অতো জ্ঞানী,—মানে না বুঝেই কঁদিতে লাগলো । “এ সব গানে কেমন ঠিক ঠিক কথা— ‘ভাব শ্রীকান্ত নরকান্তকারীরে—নিতান্ত কৃতান্ত ভয়ান্ত হবি ! ‘পদ্মলোচন আমার মুখে রামপ্রসাদের গান শুনে কঁদিতে লাগলো । ছাখো, অত বড় পণ্ডিত ! o [God-vision —One and Many; Unity in Diversity. i ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও বিশিষ্টাদ্বৈতবাদ । ] আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন । মেজেতে মণি বসিয়া আছেন ! নহবতের রসুনচোঁকি বাজনা শুনিতে শুনিতে ঠাকুর আনন্দ করিতেছেন । শ্রবণের পর মণিকে বুঝাইতেছেন, ব্রহ্মই জীব জগৎ হয়ে আছেন। শ্রীরামকৃষ্ণ ( মণির প্রতি ) ৷ কেউ বল্লে, অমুক স্থানে হরিনাম নাই। বলবামাত্রই দেখলাম তিনিই সব জীব* হয়ে আছেন । যেন অসংখ্য জলের—ভুড়তুড়ি—জলের বিম্ব ! আবার দেখছি যেন অসংখ্য বড় বড়ী : “ও দেশ থেকে বৰ্দ্ধমানে আসতে আসতে দৌড়ে একবার মাঠের পানে গেলাম,—বলি দেখি, এখানে জীবরা কেমন করে খায়, থাকে !—গিয়ে দেখি মাঠে পীপ ড়ে চলেছে ! সব স্থানই চৈতন্যময় ! হাজরা ঘরে প্রবেশ করিয়া মেঝেতে বসিলেন ।

  • সৰ্ব্বভূতস্থমাত্মানং সৰ্ব্বভূতানি চাত্মনি । ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্রসমদৰ্শনঃ ॥ গীতা ।