পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- - 'i. o o o: - با نز o -: * *'. . .* ...” ,,:;" *,*, ...,,,, ° . . . Y., ...) - *** -- " ' . . . . . . . . . . . . . . দক্ষিণেশ্বর মন্দিরে নরেন্দ্র ত্ৰৈলোক্য প্রভৃতি সঙ্গে ১০৩ ৷ স্ত্রীরামকৃষ্ণ—যার টাকা আছে তার দেওয়া উচিত। (ত্ৰৈলোক্যের । প্রতি) জয়গোপাল সেনের টাকা আছে তার দান করা উচিত। ও যে করে না সেটা নিন্দার কথা। এক একজন টাকা থাকলেও হিসেবী । ( কৃপণ ) হয় ;–টাকা যে কে ভোগ করবে তার ঠিক নাই ! “সেদিন জয়গোপাল এসেছিল। গাড়ি করে আসে। গাড়িতে ভাঙ্গা লণ্ঠন –ভাগাড়ের ফেরত ঘোড় —মেডিকেল কলেজের হাসপাতাল ফেরত দ্বারবান –আর এখানের জন্য নিয়ে এল দুই পচ ডালিম।” ( সকলের হাস্য ) । । সুরেন্দ্ৰ—জয়গোপাল বাবু ব্ৰাহ্মসমাজের। এখন বুঝি কেশব বাবুর ব্রাহ্ম সমাজে সেরূপ লোক নাই । বিজয় গোস্বামী, শিবনাথ ও আর আর বাবুরা সাধারণ ব্রাহ্মসমাজ করেছেন। শ্রীরামকৃষ্ণ ( সহাস্ত্যে )–গোবিন্দ অধিকারী যাত্রার দলে ভাল লোক রাখত না ;– ভাগ দিতুে হবে বলে । ( সকলের হাস্য )। “কেশবের শিষ্য একজনকে সেদিন দেখলাম। কেশবের বাড়িতে থিয়েটার হচ্ছিল । দেখলাম, সে ছেলে কোলে ক'রে নাচছে ! আবার । শুনলাম লেকচার দেয়। নিজেকে কে শিক্ষা দেয় তার ঠিক নাই !” ত্ৰৈলোক্য গাহিতেছেন,— চিদানন্দ সিন্ধুনীরে প্রেমানন্দের লহরী। [ প্রথম ভাগ—৩৪০ গান সমাপ্ত হইলে শ্রীরামকৃষ্ণ—ত্ৰৈলোক্যকে বলিতেছেন, ঐ গানটা গাওত গা,—আমায় দে মা পাগল ক’রে । [ প্রথম ভাগ—২২২