পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বরমন্দিরে পণ্ডিত শশধর প্রভৃতি সঙ্গে । هجد পণ্ডিত সন্ধ্যা করিতে গেলেন। মাষ্টার ও বাবুরাম কলিকাতায় । যাইবেন, ঠাকুরকে প্রণাম করিতেছেন। ঠাকুর এখনও ভাবস্থ। । শ্রীরামকৃষ্ণ (মাষ্টারের প্রতি )—কথা বেরুচ্ছে না, একটু থাকো । মাষ্টার বসিলেন—ঠাকুর কি আজ্ঞা করিবেন—অপেক্ষা করিতেছেন । । ঠাকুর বাবুরামকে সঙ্কেত করিয়া বসিতে বলিলেন । বাবুরাম বলিলেন, । আর একটু বসুন। ঠাকুর বলিতেছেন, একটু বাতাস করো। বাবুরাম। বাতাস করিতেছেন, মাষ্টারও করিতেছেন । শ্রীরামকৃষ্ণ ( মাষ্টারকে সস্নেহে ) –এখন আর তত এস না কেন ? মাষ্টার-আজ্ঞা, বিশেষ কিছু কারণ নাই, বাড়িতে কাজ ছিল । শ্রীরামকৃষ্ণ—বাবুরাম কি ঘর, কাল টের পেয়েছি। তাই তো । এখন ওকে রাখবার জন্য অত বলছি। পাখী সময় বুঝে ডিম ফুটোয়। "কি জানো এরা শুদ্ধ আত্মা, এখনও কামিনী কাঞ্চনের ভিতর গিয়ে পড়ে নাই । কি বলে ? মাষ্টার—আজ্ঞা, হা । এখনও কোন দাগ লাগে নাই । শ্রীরামকৃষ্ণ—নৃতন হাড়ি, দুধ রাখলে খারাপ হবে না। মাষ্টার—আজ্ঞা হা । - ত্রীরামকৃষ্ণ—বাবুরামের এখানে থাকবার দরকার পড়েছে। অবস্থ৷ আছে কিনা, তাতে ঐ সব লোকের থাকা প্রয়োজন। ও বলেছে, ক্রমে ক্রমে থাকবে, না হ’লে হাঙ্গামা হবে-বাড়িতে গোল করবে ! আমি বলছি, শনিবার রবিবার আসবে। - এদিকে পণ্ডিত সন্ধ্যা করিয়া আসিয়াছেন। তাহার সঙ্গে ভূধর ও তাহার জ্যেষ্ঠ ভাই # । পণ্ডিত এইবার জল খাইবেন । । لهnيحج عمومية নতৃদ্বরের বড়দাদ শেষজীবন একাকী অতি পবিত্রভাবে কাশীধামে -কুাটাইয়াছিলেন। ঠাকুরকে সৰ্ব্বদা চিন্তা করিতেন। . . . . . .-: , , ৩য়—৯ * *