পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sss ঐস্ত্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ [ ১৮৮৪, ৯ই নভেম্ব দেখে, একবারে আমায় ও কি বলে,—জ্ঞানী, কি কি বলে শুনলুম তেজচন্দ্ৰ নাকি বড় কথা কয় না। (গোপালের প্রতি –দেখ, তেজ চন্দ্রকে শনি মঙ্গলবারে আসতে বলিস্ । । মেজেতে আসনের উপর ঠাকুর উপবিষ্ট। সুজি খাইতেছেন পাশ্বে একটি পিলমুজের উপর প্রদীপ জ্বলিতেছে । ঠাকুরের কাছে মাষ্টার বসিয়া আছেন । ঠাকুর বলিতেছেন, “কিছু মিষ্টি কি আছে ?” মাষ্টার নূতন গুড়ের সন্দেশ আনিয়াছিলেন । রামলালকে বলিলেন, সন্দেশ তাকের উপর আছে । শ্রীরামকৃষ্ণ—কৈ, আন না । মাষ্টার ব্যস্ত হইয়া তাক খুজিতে গেলেন । দেখিলেন সন্দেশ নাই, বোধ হয় ভক্তদের সেবায় খরচ হইয়াছে । অপ্রস্তুত হইয়া ঠাকুরের কাছে ফিরিয়া আসিয়া বসিলেন । ঠাকুর কথা কহিতেছেন । শ্রীরামকৃষ্ণ— আচ্ছা একবার তোমার স্কুলে গিয়ে যদি দেখি– মাষ্টারণভাবিতেছেন, উনি নারায়ণকে স্কুলে দেখিতে যাইবার ইচ্ছ। করিতেছেন ; ও বলিলেন, আমাদের বাসায় গিয়ে বসলে ত হয় । শ্রীরামকৃষ্ণ—ন, একটা ভাব আছে । কি জানো, আর কেউ ছোকরা আছে কি না একবার দেখতুম | . মাষ্টার-অবশ্য আপনি যাবেন । অন্ত লোক দেখতে যায়, সেইরূপ আপনিও যাবেন । ঠাকুর তাহারান্তে ছোট খাটটিতে গিয়া বসিলেন । একটি ভক্ত তামাক সাজিয়া দিলেন । ঠাকুর তামাক খাইতেছেন । ইতিমধ্যে