পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪৮ ঐশ্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ ( ১৮৮৪, له নভেম্বর মণি-আজ্ঞা হ্যা । শ্রীরামকৃষ্ণ—কি বলে দেখি ? মণি—ফকির আকবর বাদশাহের সঙ্গে দেখা করতে এসেছিল ; আকবর শী তখন নমাজ পড়ছিল । নমাজ পড়তে পড়তে ঈশ্বরের কাছে ধন দৌলত চাচ্ছিল, তখন ফকির আস্তে আস্তে ঘর থেকে চলে যাবার উপক্রম করলে। পরে আকবর জিজ্ঞাসা করাতে বললে, যদি ভিক্ষা করতে হয় ভিখারীর কাছে কেন করবে ! - শ্রীরামকৃষ্ণ—আর কি কি কথা হয়েছিল ? মণি—সঞ্চয়ের কথা খুব হ’লো । শ্রীরামকৃষ্ণ ( সহাস্তে )—কি কি হ’লে । মণি—চেষ্টা যতক্ষণ করতে হবে বোধ থাকে, ততক্ষণ চেষ্টা করতে হয়। সঞ্চয়ের কথা সিথিতে কেমন বলেছিলেন । শ্রীরামকৃষ্ণ—কি কথা ? মণি—যে র্তার উপর সব নির্ভর করে, তার ভার তিনি লন । নাবালকের যেমন অছি সব ভার নেয়। আর একটি কথা শুনেছিলাম যে, নিমন্ত্রণ বাড়িতে ছোট ছেলে নিজে বসবার জায়গা নিতে পারে না । তাকে খেতে কেউ বসিয়ে দেয়। শ্রীরামকৃষ্ণ—ন ৷ ও হলো না, বাপে ছেলের হাত ধ’রে লয়ে গেলে, সে ছেলে আর পড়ে না । মণি—আর আজ আপনি তিন রকম সাধুর কথা বলেছিলেন। উত্তম সাধু, সে বসে খেতে পায়। আপনি স্থাকরা সাধুটির কথা বললেন, মেয়েটির স্তন দেখে বলেছিল, বুকে ফোড়া হয়েছে কেন ? আরও সব চমৎকার চমৎকার কথা বললেন, সব শেষের কথা । শ্রীরামকৃষ্ণ ( সহাস্ত্যে )—কি কি কথা ?