পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫• ক্রীরামকৃষ্ণকথামৃত-৩য় ভাগ ( ১৮৮৪, ৯ই নভেম্বর . মণি—যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে ততক্ষণ মা রান্নাবার করেন। চুষি ফেলে যখন ছেলে চীৎকার করে, মা ভাতের ইঞ্জি নামিয়ে ছেলের কাছে যান। “আর একটি কথা সেদিন হয়েছিল। লক্ষ্মণ জিজ্ঞাসা করেছিলেন –ভগবানকে কোথা কোথা দর্শন হতে পারে । রাম অনেক কথা বলে তারপর বললেন—ভাই, যে মাতৃযে উজ্জিত ভক্তি দেখতে পাবে— ‘হাসে কাদে নাচে গায়—প্রেমে মাতোয়ারা—সেইখানে জানবে যে আমি ( ভগবান ) আছি।” শ্রীরামকৃষ্ণ— আহ ! আহা ! ঠাকুর কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন । মণি—ঈশানকে কেবল নিবৃত্তির কথা বললেন । সেই দিন থেকে অনেকের অাক্কেল হয়েছে । কৰ্ত্তব্য কৰ্ম্ম কমাবার দিকে বোক । বলেছিলেন–‘লঙ্কায় রাবণ মোলো, বেহুলা কেঁদে আকুল হলো ! ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা শুনিয়া উচ্চ হাস্য করিলেন। মণি ( অতি বিনীতভাবে )-–আচ্ছা, কৰ্ত্তব্যকৰ্ম্ম—হাঙ্গাম—কমানো ত ভাল ? ' শ্রীরামকৃষ্ণ-হঁ, তবে সম্মুখে কেউ পড়লো, সে এক । সাধু কি গরীব লোক সম্মুখে পড়লে তাদের সেবা করা উচিত । মণি—আর সেদিন ঈশান মুখুয্যেকে সোমুদের কথা বেশ বললেন । মড়ার উপর যেমন শকুনি পড়ে ও কথা আপনি পণ্ডিত পদ্মলোচনকে বলেছিলেন । শ্রীরামকৃষ্ণ—না, উলোর বামনদাসকে । কিয়ৎপরে মণি ছোট ঘাটের পার্শ্বে পাপোশের নিকট বসিলেন ।