পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sa • . . ঐস্ত্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ [ ১৮৮৪, ১০ই নভেম্বর গিরিজা গোপজা, গোবিন্দমোহিনী, শারদে বরদে নগেন্দ্রনন্দিনী, জ্ঞানদে মোক্ষদে কামাখ্যা কামদে, শ্রীরাধা শ্ৰীকৃষ্ণহৃদিবিলাসিনী । গান—তার তারিণি ! এবার ত্বরিত করিয়ে, তপন-তনয়-ত্রাসে ত্ৰাসিত প্রাণ যায় । জগৎ আম্বে জনপালিনী, জগ-মোহিনী জগত জননী, যশোদা জঠরে জনম লইয়ে, সহায় হরি লীলায়। বৃন্দাবনে রাধাবিনোদিনী, ব্রজবল্লভ বিহারকারিনী, রাসরঙ্গিনী রসময়ী হয়ে, রাস করিলে লীলাপ্রকাশ । গিরিজ। গোপজা গোবিন্দমোহিনী, তুমি মা গঙ্গে গতিদায়িনী, গান্ধার্বিবকে গৌরবরণী গাওয়ে গোলকে গুণ তোমার ॥ শিবে সনাতনী সৰ্ব্বাণী ঈশানী, সদানন্দময়ী সৰ্ব্বস্বরূপিনী, সগুণ নিগুণ সদাশিব প্রিয়া, কে জানে মহিমা তোমার। মণি মনে মনে করিছেন, ঠাকুর যদি একবার এই গানটি গান— “আর ভুলালে ভুলবো না মা, দেখেছি তোমার রাঙ্গা চরণ " কি আশ্চর্য! মনে করিতে না করিতে ঐ গানটি গাহিতেছেন। আর ভুলালে ভুলবো নামা, (দেখেছি তোমার রাঙ্গা চরণ)— কিয়ৎক্ষণ পরে ঠাকুর জিজ্ঞাসা করিতেছেন-আচ্ছ, আমার এখন . কি রকম অবস্থা তোমার বোধ হয় । মণি (সহাস্তে )—আপনার সহজাবস্থা । ঠাকুর আপন মনে গানের ধুয়া ধরিলেন,—“সহজ মানুষ না হলে সহজকে না যায় চেনা।”