পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ খণ্ড ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রহ্নাদচরিত্রাভিনয়দর্শনে গ্ৰথম পরিচ্ছেদ , গ্রীরামকৃষ্ণ সমাধিমন্দিরে স্ত্রীরামকৃষ্ণ আজ ষ্টার থিয়েটারে প্রহ্লাদচরিত্রের অভিনয় দেখিতে আসিয়াছেন । সঙ্গে মাষ্টার, বাবুরাম ও নারায়ণ প্রভৃতি। ষ্টার থিয়েটার তখন বিডন ষ্টুটে, এই রঙ্গমঞ্চে পরে এমারল্ড থিয়েটার ও ক্লাসিক থিয়েটার অভিনয় সম্পন্ন হইত। আজ রবিবার। ৩০শে অগ্রহায়ণ, কৃষ্ণা দ্বাদশী তিথি, ১৪ই ডিসেম্বর ১৮৮৪ খ্ৰীষ্টাব্দ। শ্রীরামকৃষ্ণ একটি বক্সে উত্তরাস্ত হইয়া বসিয়া আছেন। রঙ্গালয় আলোকাকীর্ণ। কাছে মাষ্টার, বাবুরাম ও নারায়ণ বসিয়া আছেন । গিরিশ আসিয়াছেন । অভিনয় এখনও আরম্ভ হয় নাই। ঠাকুর গিরিশের সঙ্গে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ (সহস্তে )—বা! তুমি বেশ সব লিখেছে ! গিরিশ—মহাশয়, ধারণা কই ? শুধু লিখে গেছি। শ্রীরামকৃষ্ণ—ন, তোমার ধারণা আছে। সেই দিন তো তোমায় বললাম, ভিতরে ভক্তি না থাকলে চালচিত্র আঁকা যায় না— “ধারণা চাই। কেশবের বাড়িতে নববৃন্দাবন নাটক দেখতে গিয়েছিলাম। দেখলাম, একজন ডিপুট ৮০০ টাকা মাহিনা পায়। সকলে বললে, খুব পণ্ডিত। কিন্তু একটা ছেলে লয়ে ব্যতিব্যস্ত! ছেলেটি