পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

鳶 ,疊" | - * * * *》 ॥ श' , | - *...",

    • - : * * - م- · 續 కార్యాచ్గా 1. * * * * ऋ,

v1 {:” ~zori r: * * * . . " “আর একটি কথা। কামাদি কুমীরের ভয় আছে।” । স্ত্রীরামকৃষ্ণ-না, কামাদি কুমীরের ভয় আছে, তাই হলুদ মেখে ডুব । দিতে হয়। বিবেক-বৈরাগ্যরূপ হলুদ ! “সংসারে জ্ঞান কারু কারু হয়। তাই দুই যোগীর কথা আছে, - গুপ্ত যোগী ও ব্যক্তযোগী । যারা সংসার ত্যাগ করেছে তার ব্যক্তযোগী, তাদের সকলে চেনে। গুপ্তযোগীর প্রকাশ নাই। যেমন দাসী সব কৰ্ম্ম করছে, কিন্তু দেশের ছেলেপুলেদের দিকে মন পড়ে আছে । আর যেমন তোমায় বলেছি, নষ্ট মেয়ে সংসারের সব কাজ উৎসাহের সহিত করে, কিন্তু সৰ্ব্বদাই উপপতির দিকে মন পড়ে থাকে। বিবেক বৈরাগ্য হওয়া বড় কঠিন। আমি কৰ্ত্তা, আর এ সব জিনিস আমার—এ বোধ সহজে যায় না । একজন ডিপুটিকে দেখলুম ৮০০ টাকা মাইনে, ঈশ্বরীয় কথা হ’চ্ছে, সে দিকে মন একটুও দিলে না। একটা ছেলে সঙ্গে ক'রে এনেছে, তাকে একবার এখানে বসায়, একবার সেখানে বসায়। আর একজনকে আমি জানি, নাম করবো না, জপ করতো খুব, কিন্তু দশ হাজার টাকার জন্য মিথ্য সাক্ষী দিছলো। তাই বলছি, বিবেক বৈরাগ্য হ’লে সংসারেতেও হয় ।” - [ পাপী তাপী ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ ] গিরিশ—এ পাপীর কি হবে ? ঠাকুর উধ্ব দৃষ্টি করিয়া করুণস্বরে গান ধরিলেন— ভাব শ্রীকান্ত নরকান্তকারীরে । নিতান্ত কৃতান্ত ভয়ান্ত হরি ॥ ভাবিলে ভব ভাবনা যায়রে— তরে তরঙ্গে ভ্ৰভঙ্গে ত্ৰিভঙ্গে যেবা ভাবে ॥ ৩য়—১১