পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঘুম ভেঙ্গেছে আর কি ঘুমাই যোগে যাগে জেগে আছি। যোগনিদ্রা তোরে দিয়ে মা, ঘুমেরে ঘুম পাড়ায়েছি। সোহাগা গন্ধক দিয়ে থাসা রং চড়ায়েছি। । মনি মন্দির মেজে ল'ব অক্ষ ছুটি করে কুচি। প্রসাদ বলে ভুক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেচি। । (আমি) কালীব্রহ্ম জেনে মৰ্ম্ম ধৰ্ম্মাধৰ্ম্ম সব ছেড়েছি। ঠাকুর আবার গান ধরিলেন— - . . . . গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চী কেবা চায় । কালী কালী বলে আমার অজপা যদি ফুরায় । ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়। সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায় । কালী নামে কতগুণ কেবা জান্তে পারে তায় । দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায় ॥ দান ব্রত যজ্ঞ আদি আর কিছু না মনে লয়। মদনের যাগ যজ্ঞ ব্ৰহ্মময়ীর রাঙ্গ পায়। “আমি মার কাছে প্রার্থনা করতে করতে বলেছিলুম, ম আর কি • চাই না আমায় শুদ্ধা ভক্তি দাও।” গিরিশের শান্ত ভাব দেখিয়া ঠাকুর প্রসন্ন হইয়াছেন। আ বলিতেছেন, তোমার এই অবস্থাই ভাল, সহজ অবস্থাই উত্তম অবস্থা। ঠাকুর নাট্যালয়ে ম্যানেজারের ঘরে বসে স্থাছেন। একজন আসি বলিলেন—‘আপনি বিবাহ বিভ্ৰাট দেখবেন ? এখন অভিনয় হচ্ছে।’ ঠাকুর গিরিশকে বলিতেছেন, “একি করলে ? প্ৰহলাদচরিত্রের প বিবাহ বিভ্রাট ? আগে পায়েস মুণ্ডি, তারপর শুক্তনি।”