পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

g 呜密 'ல் ..","k **** ... '", " . f ", * : * * * * t t  : '" , " . . . . ." . . " ". - '*', a to : o ' বাড়ীর পশ্চিম ধারে সদর দরজা ও ফটক। ফটকটি দ্বারের দক্ষিণ । দিকে। পশ্চিমের প্রাচীর ও দ্বিতল গৃহের মধ্যবৰ্ত্তী স্থানে মাঝে মাঝে । পুষ্প বৃক্ষ। পশ্চিমদিকের নীচের ঘর হইয়া সিড়ি দিয়া উপরে উঠতে হয়। উপরে বিদ্যাসাগর থাকেন। সিড়ি দিয়া উঠিয়াই উত্তরে একটি কামরা, তাহার পূর্বদিকে হল ঘর হলের দক্ষিণ-পূর্ব ঘরে বিদ্যাসাগর শয়ন করেন। ঠিক দক্ষিণে আর একটি কামরা আছে—এই কয়টি কামরা বহুমূল্য পুস্তক পরিপূর্ণ। দেওয়ালের কাছে সারি সারি অনেকগুলি পুস্তকাধারে অতি সুন্দররাপে বাধান বইগুলি সাজানো আছে । হলঘরের পূৰ্ব্বসীমান্তে টেবিল ও চেয়ার আছে। বিদ্যাসাগর । যখন বসিয়া কাজ করেন, তখন সেইখানে তিনি পশ্চিমাস্ত হইয়া বসেন। যাহারা দেখাশুনা করিতে আসেন, তাহারাও টেবিলের চতুর্দিকে চেয়ারে । উপবিষ্ট হন । টেবিলের উপর লিখিবার সামগ্ৰী – কাগজ, কলম, দোয়াত, ব্লটিং, অনেকগুলি চিঠিপত্র, বাঁধান হিসাব পত্রের খাতা, ছ'চারখানি বিদ্যাসাগরের পাঠ্য পুস্তক রহিয়াছে—দেখিতে পাওয়া যায় । ঐ কাষ্ঠাসনের ঠিক দক্ষিণের কামরাতে খাট বিছনা আছে—সেইখানেই ইনি শয়ন করেন । . টেবিলের উপর যে পত্রগুলি চাপ রহিয়াছে—তাহাতে কি লেখা রহিয়াছে ? কোন বিধবা হয়ত লিখিয়াছে—আমার আপোগণ্ড শিশু অনাথ, দেখিবার কেহ নাই, আপনাকে দেখিতে হবে। কেহ লিখিয়াছেন, আপনি খরমাতার চলিয়া গিয়াছিলেন, তাই আমার মাসোহারা ঠিক সময়ে পাই নাই, বড় কষ্ট হইয়াছে। কোন গরীব লিখিয়াছে, আপনার স্কুলে ফ্রি ভৰ্ত্তি হইয়াছি কিন্তু আমার বই কিনিবার ক্ষমতা নাই । কেহ লিখিয়াছেন, আমার পরিবারবর্গ খেতে পাচ্ছে না—আমাকে একটি চাকরি করিয়া দিতে হবে। তার স্কুলের কোন শিক্ষক লিখিয়াছেন— . . " - - - - s a 1- y t - fi ... " .. . . . . . . . . i , - - t t

    • {, , , ! ! w • , F. :. f i &