পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অন্তর সঙ্গে বস্তু বলরামমন্দিরে શક્રિસ્કામાં ક્ષેઃ মাষ্টার–আজ্ঞা, ই খুব গরম হয়। - গ্রীরামকৃষ্ণ—তাতে পরিবারের মাথার অসুখ, ঠাণ্ডায় রাখবে। भाडेव्रि-श्रांश्च, ই। ব'লে দিয়েছি, নীচের ঘরে শুতে। ঠাকুর বৈঠকখানা ঘরে আবার আসিয়া বসিয়াছেন ও মাষ্টারকে বলিতেছেন, তুমি এ রবিবারে যাও নাই কেন ? মাষ্টার—আজ্ঞা, বাড়িতে ত আর কেউ নাই। তাতে আবার (পরিবারের মাথার) ব্যারাম। কেউ দেখবার নাই। । . ঠাকুর গাড়ি করিয়া নিমু গোস্বামীর গলিতে দেবেন্দ্রের বাড়িতে যাইতেছেন। সঙ্গে ছোট নরেন, মাষ্টার, আরও দুই একটি ভক্ত । পূর্ণর কথা কহিতেছেন । পূর্ণর জন্য ব্যাকুল হইয়া আছেন। স্ত্রীরামকৃষ্ণ (মাষ্টারের প্রতি)—খুব আধার। তা না হ’লে ওর জন্য জপ করিয়ে নিলে ! ও তো এ সব কথা জানে না। , - . মাষ্টার ও ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন যে, ঠাকুর পূর্ণর জন্য বীজ মন্ত্র জপ করিয়াছেন । শ্রীরামকৃষ্ণ—আজ তাকে আনলেই হ’ত । আনলে না কেন ? : ছোট নরেনের হাসি দেখিয়া ঠাকুর ও ভক্তেরা সকলে হাসিতেছেন। ঠাকুর আনন্দে তাহাকে দেখাইয়া মাষ্টারকে বলিতেছেন,—দ্যাখো ছাখো, ন্যাক স্বাকা হাসে । যেন কিছু জানে না । কিন্তু মনের ভিতর কিছুই নাই,-তিনটেই মনে নাই—জমীন, জরু, রুপেয়া । কামিনীকাঞ্চন মন থেকে একেবারে না গেলে ভগবান লাভ হয় না। ।