পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ঐরামকৃষ্ণ বলরাম-মন্দিরে গিরি 하 প্রভৃ তি ভক্তসঙ্গে . s:• o বোধ হচ্ছে যেন চিরকাল তোমরা বসে আছ, কখন এসেছ, কোথায় । এসেছ এ সব কিছু মনে নাই।” । ঠাকুর কিয়ৎকাল স্থির হইয়া রহিলেন । । কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, "জল খাব।” সমাধিভঙ্গের পর মন নামাইবার জন্য ঠাকুর এই কথা প্রায় বলিয়া থাকেন। গিরিশ । নূতন আসিতেছেন, জানেন না তাই জল আনিতে উদ্যত হইলেন। । ঠাকুর বারণ করিতেছেন আর বলিতেছেন, “না বাপু, এখন খেতে পারব না।” ঠাকুর ও ভক্তগণ ক্ষণকাল চুপ করিয়া আছেন। এইবার ঠাকুর কথা কহিতেছেন। - স্ত্রীরামকৃষ্ণ ( মাষ্টারের প্রতি )—হঁ্যাগ, আমার কি অপরাধ হ’লো ? এ সব ( গুহ ) কথা বলা ? মাষ্টার কি বলিবেন চুপ করিয়া আছেন। তখন ঠাকুর আবার বলিতেছেন, “না অপরাধ কেন হবে, আমি লোকের বিশ্বাসের জন্য বলেছি।” কিয়ৎপরে যেন কত অনুনয় করিয়া বলিতেছেন, “ওদের সঙ্গে দেখা করিয়ে দেবে ?” (অর্থাৎ পূর্ণের সঙ্গে ) । মাষ্টার (সঙ্কুচিত ভাবে )—আজ্ঞে, এক্ষণই খবর পাঠাব। স্ত্রীরামকৃষ্ণ (সাগ্রহে )— ঐখানে খুঁটে মিলছে। ঠাকুর কি বলিতেছিলেন যে অন্তরঙ্গ ভক্তদের ভিতর পূর্ণ শেষ ভক্ত, তাহার পর প্রায় কেহ নাই ?