পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ পূৰ্ব্বকথা গ্রীরামকৃষ্ণের মহাভার—ব্রাহ্মণীর সেবা গিরিশ, মাষ্টার প্রভৃতিকে সম্বোধন করিয়া ঠকুর নিজের মহাভাবের অবস্থা বর্ণনা করিতেছেন । শ্রীরামকৃষ্ণ ( ভক্তের প্রতি )—সে অবস্থার পরে আনন্দও যেমন, আগে যন্ত্রণাও তেম্নি। মহাভাব ঈশ্বরের ভাব,—এই দেহ মনকে তোলপাড় ক'রে দেয় ! যেন একটা বড় হাতি কুঁড়ে ঘরে ঢুকেছে । ঘর তোলপাড়! হয়তো ভেঙ্গে চুরে যায় ! “ঈশ্বরের বিরহ-অগ্নি সামান্ত নয়। রূপ সনাতন যে গাছের তলায় বসে থাকতেন ঐ অবস্থা হ'লে এইরকম আছে যে, গাছের পাত ঝলসা পোড়া হয়ে যেত! আমি এই অবস্থায় তিন দিন অজ্ঞান হ’য়ে ছিলাম। নড়তে চড়তে পারতাম না, এক জায়গায় পড়েছিলাম । হুস হলে বামনী আমায় ধরে স্নান করাতে নিয়ে গেল। কিন্তু হাত দিয়ে গা ছোবার জো ছিল না । গা মোট চাদর দিয়ে ঢাকা । বামনী সেই চাদরের উপরে হাত দিয়ে আমায় ধ'রে নিয়ে গিছল। গায়ে যে সব মাটি লেগেছিল, পুড়ে গিছল! “যখন সেই অবস্থা আসতে শিরদাড়ার ভিওর দিয়ে যেন ফাল চালিয়ে যেত! ‘প্রাণ যায়, প্রাণ যায় এই করতাম। কিন্তু তার পরে খুব আনন্দ ” ভক্তেরা এই মহাভাবের অবস্থা বর্ণনা, অবাক হইয়া শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ (গিরিশের প্রতি )—এতদূর তোমাদের দরকার নাই।