পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাসাগরের বাটতে স্ত্রীরামকৃষ্ণ ৭ : তিনি বলিলেন, আজ্ঞা আমুন না। বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া । কতকগুলি মিঠাই আনিলেন ও বলিলেন, এগুলি বৰ্দ্ধমান থেকে এসেছে। ঠাকুরকে কিছু খাইতে দেওয়া হইল, হাজরা, ভবনাথও ৷ কিছু পাইলেন। মাষ্টারকে দিতে আসিলে পর বিদ্যাসাগর বলিলেন, ও ঘরের ছেলে, ওর জন্য আটকাচ্চে না। ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছেন । সে ছোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসে ছিল । ঠাকুর বলিলেন, এ ছেলেটি বেশ সৎ ; আর অন্তঃসার যেমন ফন্তুনদী, উপরে বালি, একটু খুড়লেই ভিতরে জল । বইছে দেখা যায় ! মিষ্টিমুখের পর ঠাকুর সহাস্তে বিদ্যাসাগরের সঙ্গে কথা কহিতেছেন। দেখিতে দেখিতে এক ঘর লোক হইয়াছে, কেহ উপবিষ্ট, কেহ দাড়াইয়া। শ্রীরামকৃষ্ণ—আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল বিল হদ নদী দেখেছি, এইবার সাগর দেখছি। (সকলের হাস্য ) । । বিদ্যাসাগর ( সহাস্তে )—তবে নোনা জল খানিকটা নিয়ে যান ! ( হাস্য )। শ্রীরামকৃষ্ণ—না গো ! নোনা জল কেন ? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর । (সকলের হাস্য) ৷ তুমি ক্ষীরসমুদ্র ! ( সকলের হাস্য )। g - বিদ্যাসাগর—তা বলতে পারেন বটে । বিদ্যাসাগর চুপ করিয়া রহিলেন । ঠাকুর কথা কহিতেছেন। [ বিদ্যাসাগরের সাত্ত্বিক কৰ্ম্ম—“তুমিও সিদ্ধপুরুষ’ ] “তোমার কৰ্ম্ম সাত্ত্বিক কৰ্ম্ম । সত্ত্বের রজঃ । সত্ত্বগুণ থেকে দয়া হয়। দয়ার জন্য যে কৰ্ম্ম করা যায়, সে রাজসিক কৰ্ম্ম বটে—কিন্তু এ