পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এর দ্বারা অফিসের বিশেষ উপকার হবে r “এই কামিনীকাঞ্চন নিয়ে সকলে ভুলে আছে। আমার কিন্তু ও । সব কিছু ভাল লাগে না-মাইরি বলছি, ঈশ্বর বই আর কিছুই । জানি না।” । তৃতীয় পরিচ্ছেদ সত্য কথা কলির তপস্যা-ঈশ্বরকোটি ও জীবকোট একজন ভক্ত—মহাশয়, নব-হুল্লোল বলে এক মত বেরিয়েছে । শ্ৰীযুত ললিত চাটুয্যে তার ভিতর আছেন। শ্রীরামকৃষ্ণ—নানা মত আছে। মত পথ। কিন্তু সবাই মনে করে, আমার মতই ঠিক,—আমার ঘড়ি ঠিক চলছে। গিরিশ (মাষ্টারের প্রতি )–Pope কি বলেন ? It is with our J udgements ইত্যাদি ংঃ শ্রীরামকৃষ্ণ (মাষ্টারের প্রতি )–এর মানে কি গা ? মাষ্টার—সববাই মনে করে, আমার ঘড়ি ঠিক যাচ্ছে, কিন্তু ঘড়িগুলো পরস্পর মেলে না । শ্রীরামকৃষ্ণ—তবে অন্ত ঘড়ি যত ভুল হউক না, সূৰ্য্য কিন্তু ঠিক যাচ্ছে । সেই সূর্য্যের সঙ্গে মিলিয়ে নিতে হয় । একজন ভক্ত—আমুক বাবু বড় মিথ্যা কথা কয় ।

  • It is with our Judgements as with our watches,

None goes just alike, yet each believes his own.