পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ খ্রীরামকৃষ্ণকথামৃত-৩য় ভাগ ( ১৮৮২, ৫ই আগষ্ট রজোগুণ-সত্ত্বের রজোগুণ, এতে দোষ নাই। শুকদেবাদি লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন-ঈশ্বর বিষয় শিক্ষা দিবার জন্য। তুমি বিদ্যাদান অন্নদান করছে, এও ভাল। নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয়। কেউ করে নামের জন্য, পুণ্যের জন্য, তাদের কৰ্ম্ম নিষ্কাম নয়। আর সিদ্ধ ত তুমি আছই।” বিদ্যাসাগর – মহাশয়, কেমন ক'রে ? স্ত্রীরামকৃষ্ণ (সহস্তে )—আলু পটল সিদ্ধ হ'লে ত নরম হয়, তা তুমি তো খুব নরম । তোমার অত দয়া ! ( হাস্য )। . বিদ্যাসাগর ( সহাস্তে )—কলাই বাট সিদ্ধ তো শক্তই হয় ! ( সকলের হাস্য )। শ্রীরামকৃষ্ণ—তুমি তা নও গে ; শুধু পণ্ডিতগুলো দরকচ পড়া ! না এদিক, না ওদিক । শকুনি খুব উচুতে উঠে, তার নজর ভাগাড়ে । যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি–শকুনির মত পচা মড় খুজছে। আসক্তি অবিদ্যার সংসারে । দয়া, ভক্তি, বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য্য। বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন। সকলেই একদৃষ্ট্রে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথামৃত পান করিতেছেন।