পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১৬ শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ [ નન્દ, ১২ই এপ্রিল পরমহংসদেব বলেন যে, সংসারেও ধৰ্ম্ম হয়। এই কথা পড়িয়া কোনও কোনও ভক্তর ঠাকুরকে বলিয়াছেন । ভক্তদের ইচ্ছা যে, ত্ৰৈলোক্যের সঙ্গে আজ এই বিষয় লইয়া কথা হয়। ঠাকুরকে বই পড়িয়া ঐ সকল কথা শোনান হইয়াছিল । [ ঠাকুরের অবস্থা—ভক্তসঙ্গ ত্যাগ ] গিরিশের হাতে বই দেখিয়া ঠাকুর গিরিশ, মাষ্টার, রাম ও অন্যান্ত ভক্তদের বলিতেছেন,—“ওরা ঐ নিয়ে আছে, তাই ‘সংসার সংসার’ করছে – কামিনী-কাঞ্চনের ভিতর রয়েছে। তাকে লাভ করলে ও কথা বলে না। ঈশ্বরের আনন্দ পেলে সংসার কাকবিষ্ঠা হ’য়ে যায় – আমি আগে সব ছি ক'রে দিছলাম। বিষয়ীসঙ্গ তো ত্যাগ করলাম,— আবার মাঝে ভক্তসঙ্গ-ফঙ্গও ত্যাগ করেছিলাম ! দেখলুম পটু পটু মরে যায়, আর শুনে ছট্‌ফট্‌ করি । এখন তবু একটু লোক নিয়ে থাকি।” গঞ্জ পরিচ্ছেদ সংকীর্তনানন্দে ভক্তসঙ্গে গিরিশ বাড়ি চলিয়া গেলেন । আবার আসিবেন । ঐযুক্ত জয়গোপাল সেনের সহিত ত্ৰৈলোক্য আসিয়া উপস্থিত। তাহার ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্ৰহণ করিলেন। ঠাকুর তাহাদের কুশল প্রশ্ন করিতেছেন। ছোট নরেন আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর বললেন,—কই তুই শনিবারে এলিনি ? : এইবার ত্ৰৈলোক্য গান গাইবেন । শ্রীরামকৃষ্ণ—আহা, তুমি আনন্দময়ীর গান সেদিন করলে,—কি (i.