পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

! ! ! ! . . . . . . . . . - .. . . . . . . . . দক্ষিণেশ্বরে পণ্ডিতজী কাপ্তেন, নরেন্দ্র প্রভৃতি ভক্তসঙ্গে । ༠༦ १ স্ত্রীরামকৃষ্ণ-বড় নৌকা হবে, টলটল করবে না। গিরিশ ঘোষ যাবে না? . [ “to “a” “Everlasting Yea” Everlasting Nay” ) ঠাকুর দ্বিজকে একদৃষ্টে দেখিতেছেন। - আচ্ছা এত ছোকরা আছে, এই বা আসে কেন ? তুমি । বলে,—অবশু আগেকার কিছু ছিল । মাষ্টার—আজ্ঞা হা । । স্ত্রীরামকৃষ্ণ-সংস্কার। আগের জন্মে কৰ্ম্ম করা আছে। সরল হয়। শেষ জন্মে । শেষ জন্মে খ্যাপাটে ভাব থাকে। “তবে কি জান ?—র্তার ইচ্ছা । তার হাতে জগতের সব হচ্চে ; র্তার 'না'তে হওয়া বন্ধ হচ্চে । মানুষের আশীৰ্ব্বাদ করতে নাই কেন ? “মানুষের ইচ্ছায় কিছু হয় না, তারই ইচ্ছাতে হয়—যায় ! “সেদিন কাপ্তেনের ওখানে গেলাম। রাস্তা দিয়ে ছোকরার যাচ্ছে দেখলাম। তারা এক রকমের । একটা ছোকরাকে দেখলাম, উনিশ কুড়ি বছর বয়স, বাকা সিতে কাটা, শিস দিতে দিতে যাচ্ছে! কেউ যাচ্চে বলতে বলতে, নগেন্দ্র ! ক্ষিরোদ ! “কেউ দেখি ঘোর তমো ;–বঁাশী বাজাচ্ছে,—তাতেই একটু অহঙ্কার হয়েছে। ( দ্বিজের প্রতি ) যার জ্ঞান হয়েছে, তার নিন্দার ভয় কি ? তার কুটস্থ বুদ্ধি-কামারের নেয়াই, তার উপর কত হাতুড়ির ঘা পড়েছে, কিছুতেই কিছু হয় না । “আমি ( অমুকের ) বাপকে দেখলাম রাস্ত দিয়ে যাচ্চে ” মাষ্টার—লোকটি বেশ সরল । * , শ্রীরামকৃষ্ণ-কিন্তু চোখ রাঙা । ৩য়—১৭