পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: منہ، دہ: ::: یُ۔‘‘ তোমার স্কুল থেকে ওকে ছাড়িয়ে নিয়েছে, তাতে তোমার কি ক্লিছু ক্ষতি হবে ? : - মাষ্টার—যদি তারা (বিদ্যাসাগর ) বলেন, তোমার জন্য ওকে স্কুল থেকে ছাড়িয়ে নিলে,—তা হলে আমার জবাব দিবার পথ আছে। স্ত্রীরামকৃষ্ণ—কি বলবে ? - মাষ্টার—এই কথা বলব, সাধু-সঙ্গে ঈশ্বর চিন্ত হয়, সে আর মন্দ কাজ নয় ; আর আপনারা যে বই পড়াতে দিয়েছেন, তাতেই আছে— ঈশ্বরকে প্রাণের সহিত ভালবাসবে। [ ঠাকুর হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ–কাপ্তেনের বাড়িতে ছোট নরেনকে ডাক্লুম। বললাম, তোর বাড়িটা কোথায় ? চল যাই –সে বললে, ‘আসুন । কিন্তু ভয়ে ভয়ে চলতে লাগল সঙ্গে,–পাছে বাপ জানতে পারে। (সকলের হাস্য )। ( অখিল বাবুর প্রতিবেশীকে )—“হ্যাগা, তুমি অনেক কাল আস নাই । সাত আট মাস হবে ।” প্রতিবেশী—আজ্ঞা, এক বৎসর হবে । শ্রীরামকৃষ্ণ—তোমার সঙ্গে আর একটি বাবু আসতেন । প্রতিবেশী—আজ্ঞা হা, নীলমণি বাবু। শ্রীরামকৃষ্ণ—তিনি কেন আসেন না ?—একবার তাকে আসতে ব’লো, তার সঙ্গে দেখা করিয়ে দিও। ( প্রতিবেশীর সঙ্গী বালক দৃষ্টে ) এ ছেলেটি কে ? প্রতিবেশী –এ ছেলেটির বাড়ি আসামে । শ্রীরামকৃষ্ণ – আসাম কোথা ? কোন দিকে ? - দ্বিজ আশুর কথা বলিতেছেন। আশুর বাবা তার বিবাহ দিবেন। আশুর ইচ্ছা নাই। J)