পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ । গ্রীযুক্ত নন্দবস্তুর বাটতে শুভাগমন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এইবার ছবি দেখিতে গাত্ৰোখান করিলেন। সঙ্গে মাষ্টার ও আরও কয়েকজন ভক্ত। গৃহস্বামীর ভ্রাতা শ্রীযুক্ত পশুপতিও সঙ্গে সঙ্গে থাকিয়া ছবিগুলি দেখাইতেছেন। ঠাকুর প্রথমেই চতুভূজ বিষ্ণু-মূৰ্ত্তি দর্শন করিতেছেন। দেখিয়াই ভাবে বিভোর হইলেন । দাড়াইয়াছিলেন, বসিয়া পড়িলেন । কিয়ৎকাল ভাবে আবিষ্ট হইয়া রহিলেন । হনুমানের মাথায় হাত দিয়া শ্রীরাম আশীৰ্ব্বাদ করিতেছেন। হনুমানের দৃষ্টি শ্রীরামের পাদপদ্মে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অনেকক্ষণ ধরিয়া এই ছবি দেখিতেছেন। ভাবে বলিতেছেন, “আহা ! আহা!” তৃতীয় ছবি, বংশীবদন শ্ৰীকৃষ্ণ কদমতলায় দাড়াইয়া আছেন । চতুর্থ—বামনাবতার। ছাতি মাথায় বলির যজ্ঞে যাইতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, “বামন !” এবং একদৃষ্টে দেখিতেছেন। এইবার নৃসিংহমূৰ্ত্তি দর্শন করিযী ঠাকুর গোষ্ঠের ছবি দর্শন করিতেছেন । শ্রীকৃষ্ণ রাখালদের সহিত বৎসগণ চরাইতেছেন। ; শ্ৰীবৃন্দাবন ও যমুনাপুলিন! মণি বলিয়া উঠিলেন—চমৎকার ছবি। | সপ্তম ছবি দেখিয়া ঠাকুর বলিতেছেন,—“ধূমাবতী।” অষ্টম— ষোড়শী ; নবম–ভুবনেশ্বরী ; দশম—তারা ; একাদশ-কালী। এই সকল মূৰ্ত্তি দেখিয়া ঠাকুর বলিতেছেন—“এ সব উগ্ৰমূৰ্ত্তি। এ সব