পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર૬ ঐস্ত্রীরামকৃষ্ণকথামৃত-৩য় ভাগ ( ১৮৮৫, ২৮শে জুলাই শ্রীরামকৃষ্ণ—ও যে স্বরেন্দ্রের পট। -- - প্রসন্নের পিতা (সহস্তে )—আপনিও ওর ভিতর আছেন । স্ত্রীরামকৃষ্ণ (সহস্তে )—ওই এক রকম, ওর ভিতর সবই আছে ! —ইদানীং ভাব ! - A. এই কথা বলিতে বলিতে হঠাৎ ঠাকুর ভাবে বিভোর হইতেছেন। ঠাকুর জগৎমাতার সঙ্গে কথা কহিতেছেন । কিয়ৎক্ষণ পরে মাতালের ন্যায় বলিতেছেন,—“আমি বেইস হই নাই ।” বাড়ির দিকে দৃষ্টি করিয়া বলিতেছেন, “বড় বাড়ি ! এতে কি আছে ? ইট, কাঠ, মাটি !” “কিয়ৎপরে বলিতেছেন, “ঈশ্বরীয় মূৰ্ত্তিসকল দেখে বড় আনন্দ হ’ল ।” আবার বলিতেছেন, “উগ্ৰমূৰ্ত্তি, কালী, তারা (শব শিব মধ্যে শ্মশানবাসিনী) রাখা ভাল নয়, রাখলে পূজা দিতে হয় ।” به পশুপতি (সহাস্তে )—ত তিনি যতদিন চালাবেন, ততদিন চলবে। শ্রীরামকৃষ্ণ—তা বটে, কিন্তু ঈশ্বরেতে মন রাখা ভাল ; তাকে তুলে থাকা ভালু নয়। নন্দ বস্তু-—তাতে মতি কই হয় ? শ্রীরামকৃষ্ণ—র্তার কৃপা হ’লে হয় । নন্দ বসু—র্তার কৃপা কই হয় ? তার কি কৃপা করবার শক্তি আছে ? [ ঈশ্বর কৰ্ত্তা—না কৰ্ম্মই ঈশ্বর ] শ্রীরামকৃষ্ণ (সহাস্তে )—বুঝেছি, তোমার পণ্ডিতদের মত, যে যেমন কৰ্ম্ম করবে সেরূপ ফল পাবে ; ওগুলো ছেড়ে দাও ! ঈশ্বরের ·