পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীনন্দ বসুর বাটতে ভক্তসঙ্গে २br¢ শরণাগত হ’লে কৰ্ম্ম ক্ষয় হয়। আমি মার কাছে ফুল হাতে করে । বলেছিলাম,—‘ম ! এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য ; . আমি কিছুই চাই না, তুমি আমায় শুদ্ধা ভক্তি দাও । এই লও তোমার ভাল, এই লও তোমার মন্দ ; আমি ভাল মন্দ কিছুই চাই না, আমায় শুদ্ধা ভক্তি দাও । এই লও তোমার ধৰ্ম্ম, এই লও তোমার অধৰ্ম্ম ; আমি ধৰ্ম্মাধৰ্ম্ম কিছুই চাই না, আমায় শুদ্ধা ভক্তি দাও । এই লও তোমার জ্ঞান, এই লও তোমার অজ্ঞান ; আমি জ্ঞান অজ্ঞান কিছুই চাই না, আমায় শুদ্ধাভক্তি দাও । এই লও তোমার শুচি, এই লও তোমার অশুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও।” নন্দ বসু-আইন তিনি ছাড়াতে পারেন ? শ্রীরামকৃষ্ণ—সে কি ! তিনি ঈশ্বর, তিনি সব পারেন ; যিনি আইন করেছেন, তিনি আইন বদলাতে পারেন। - [ চৈতন্তলাভ ভোগান্তে--না তার কৃপায় ] “তবে ওকথা বলতে পার তুমি । তোমার নাকি ভোগ করবার ইচ্ছা আছে, তাই তুমি অমন কথা বল্‌ছ। ও এক মত আছে বটে, ভোগ শান্তি না হ’লে চৈতন্য হয় না ! তবে ভোগই বা কি কবে ? কামিনী-কাঞ্চনের সুখ—এই আছে, এই নাই, ক্ষণিক ! কামিনীকাঞ্চনের ভিতর আছে কি ? আমড়া, আঁঠি আর চামড়া ; খেলে অম্লশূল হয়। সন্দেশ, যাই গিলে ফেললে আর নাই!” [ ঈশ্বর কি পক্ষপাতী--অবিদ্যা কেন—তার খুশি ] নন্দ বস্তু একটু চুপ করিয়া আছেন, তারপর বলিতেছেন—ও সব ত বলে বটে ! ঈশ্বর কি পক্ষপাতী ? তার কৃপাতে যদি হয়, তা হলে .বলতে হবে ঈশ্বর পক্ষপাতী ! -