পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శివు ঐস্ত্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ । [ઝન્ડ; શનિ জুলাই (lottery-তে ) একটা টাকা দিয়ে মুটে এক লাখ টাকা পেয়েছিল,— সে যাই শুনলে এক লাখ টাকা পেয়েছে, অমনি আহলাদে মরে গিছল —সত্য সত্য মরে গিহল –ওগে আমার যে তাই হ'ল গো !— তোমরা সকলে আশীৰ্ব্বাদ কর, না হলে আমি সত্য সত্য মরে যাব।” মণি ব্রাহ্মণীর আৰ্ত্তি ও ভাবের অবস্থা দেখিয়া মোহিত হইয়া গিয়াছেন। তিনি তাহার পায়ের ধূলা লইতে গেলেন। ব্রাহ্মণী বলিতেছেন, সে কি গে| !'-—তিনি মণিকে প্রতি-প্রণাম করিলেন । ব্রাহ্মণী, ভক্তেরা আসিয়াছেন দেখিয়া আনন্দিত হইয়াছেন আর বলিতেছেন,—“তোমরা সব এসেছ,—ছোট নরেনকে এনেছি,—বলি,তা নাহ'লে হাসবে কে!” ব্রাহ্মণী এইরূপ কথাবাৰ্ত্ত কহিতেছেন,—উহার is বলিতেছেন, "দিদি এসে না ! তুমি এখানে " । আমরা কি একলা পারি।” ভক্তদের দেখিতেছেন । কারে ঠাকুরকে কুরাও ছাদে