পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গণুর মার বাটতে শুভাগমন ২৯৭ ব্রাহ্মণী ঠাকুরকে বলিতেছেন, “এই আর একটি ভাই —মুখ্য ।” । শ্রীরামকৃষ্ণ-না, না, সব ভাল মানুষ । একজন সঙ্গে সঙ্গে প্রদীপ ধরিয়া আসিতেছেন, আসিতে আসিতে এক জায়গায় তেমন আলো হইল না। ছোট নরেন উচ্চৈঃস্বরে বলিতেছেন, “পিদিম ধর পিদিম ধর । মনে ক'রো না যে পিদিম ধরা ফুরিয়ে গেল।” (সকলের হাস্য )। এইবার গোয়াল-ঘর। ব্রাহ্মণী ঠাকুরকে বলিতেছেন, এই আমার গোয়াল-ঘর। গোয়াল-ঘরের সামে একবার দাড়াইলেন, চতুর্দিকে ভক্তগণ । মণি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন। ও পায়ের ধূলা লইতেছেন। 尊 এইবার ঠাকুর গণুর মার বাড়ি যাইবেন । দ্বিতীয় পরিচ্ছেদ গণুর মার বাড়িতে ঠাকুর গ্রীরামকৃষ্ণ গণুর মার বাড়িতে বৈঠকখানায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন । ঘরটি একতলায়, ঠিক রাস্তার উপর । ঘরের ভিতর ঐকতান বাদ্যের ( Concert ) আখড়া আছে। ছোকরার বাদ্যযন্ত্র লইয়া ঠাকুরের প্রত্যর্থে মাঝে মাঝে বাজাইতেছিল । রাত সাড়ে আটটা । আজ আষাঢ় মাসের কৃষ্ণা প্রতিপদ । চাদের আলোতে আকাশ, গৃহ, রাজপথ সব যেন প্লাবিত হইয়াছে। ঠাকুরের সঙ্গে সঙ্গে ভক্তের আসিয়া ঐ ঘরে বসিয়াছেন । ব্রাহ্মণীও সঙ্গে সঙ্গে আসিয়াছেন। তিনি একবার বাড়ির ভিতর যাইতেছেন, একবার বাহিরে আসিয়া বৈঠকখানার দরজার কাছে Ö