পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

a s . . خ . . . . .". .* : * . . . . . . . . . . . . . . . . . . . . - ఓ , . :- " + - ... . . . . . . . " * - - - - - - - - - -- . ፶፩ , !.... ፰..... গণুর মার বাটতে শুভাগমন ২৯৯ ఇవన. একটি ছোকরার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিতেছেন, “ইনি ওঁর - যেন জোড় ।” ് o . . . . z - * * এইবার কেবল কনসার্ট বাজন হইতে লাগিল। বাজনার পর ঠাকুর আনন্দিত হইয়া বলিতেছেন,—“বা! কি চমৎকার ” । একটি ছোকরাকে নির্দেশ করিয়া বলিতেছেন, “এর সব ( সব রকম বাজনাই) জানা আছে।” g মাষ্টারকে বলিতেছেন,—“এরা সব বেশ লোক ৷” ছোকরাদের গান বাজনার পর তাহারা ভক্তদের বলিতেছেন— “আপনারী কিছু গান !” ব্রাহ্মণী দাড়াইয়া আছেন। তিনি দ্বারের কাছ থেকে বলিলেন, গান এরা কেউ জানে না, এক মহিনবাবু বুঝি জানেন, তা ওঁর সামনে উনি গাইবেন না । একজন ছোকরা—কেন ? আমি বাবার সুমুখে গাইতে পারি। ছোট নরেন ( উচ্চহাস্য করিয়া )— অতদূর উনি এগোন নি ! - সকলে হাসিতেছেন । কিয়ৎক্ষণ পরে ব্রাহ্মণী আসিয়া বলিতেছেন, -—“আপনি ভিতরে আসুন " শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, “কেন গে৷ ” ব্রাহ্মণী—সেখানে জলখাবার দেওয়া হয়েছে ; যাবেন ? শ্রীরামকৃষ্ণ—এইখানেই এনে দাও না । ব্রাহ্মণী—গণুর মা বলেছে, ঘরটায় একবার পায়ের ধূলা দিন, তা হ’লে ঘর কাশী হয়ে থাকবে,—ঘরে মরে গেলে আর কোনও গোল থাকবে না । * ঠাকুর শ্রীরামকৃষ্ণ, ব্রাহ্মণী ও বাড়ির ছেলেদের সঙ্গে অন্তঃপুরে গমন করিলেন । ভক্তের চাদের আলোতে বেড়াইতে লাগিলেন । মাষ্টার ও বিনোদ বাড়ির দক্ষিণ দিকে সদর রাস্তার উপর গল্প করিতে করিতে পাদচারণ করিতেছেন ।