পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. ,': ': ', , ' . . . :ി; ; ..': ' 一、*。”。°, 圣、“ o, . . . င္ဆိုႏိုင္ငံ t } ' . W. ঐরামকৃষ্ণ-কাল ৭টা ৭০ টার সময় ভাবে দেখলাম, তোমাদের । দালান। ঠাকুর প্রতিমা রহিয়াছেন, দেখলাম সব জ্যোতিৰ্ম্ময়। এখানে । ওখানে এক হয়ে আছে। যেন একটা আলোর স্রোত ছ’ জায়গার । মাঝে বইছে –এ বাড়ি আর তোমাদের সেই বাড়ি । , • সুরেন্দ্ৰ—আমি তখন ঠাকুর দালানে মা মা বলে ডাকছি, দাদার ত্যাগ করে উপরে চলে গেছে। মনে উঠলো, মা বললেন, “আমি । আবার আসবো । - [ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও ভগবদগীত। ] . . ." বেলা এগারটা বাজিবে । ঠাকুর পথ্য পাইলেন। মণি হাতে । অঁাচাবার জল দিতেছেন । م • শ্রীরামকৃষ্ণ (মণির প্রতি )—ছোলার ডাল খেয়ে রাখালের অসুখ । হয়েছে। সাত্ত্বিক আহার করা ভাল। তুমি গীতা দেখ নাই ? তুমি । গীতা পড় না ? মণি—আজ্ঞা হা, যুক্তাহারের কথা আছে। সাত্ত্বিক আহার, . রাজসিক আহার, তামসিক আহার। আবার সাত্ত্বিক দয়া, রাজসিক দয়া, . তামসিক দয়া । সাত্ত্বিক অহং ইত্যাদি সব আছে । - শ্রীরামকৃষ্ণ—গীতা তোমার আছে ? মণি—আজ্ঞা, আছে । শ্রীরামকৃষ্ণ—ওতে সৰ্ব্বশাস্ত্রের সার আছে । মণি—আজ্ঞা, ঈশ্বরকে নানা রকমে দেখার কথা আছে ; আপনি যেমন বলেন, নানা পথ দিয়ে তার কাছে যাওয়া,—জ্ঞান, ভক্তি, কৰ্ম্ম, ধ্যান । - o শ্রীরামকৃষ্ণ-কৰ্ম্মযোগ মানে কি জান ? সকল কৰ্ম্মের ফল ভগবানে সমর্পণ করা। - ৩য়—২০