পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুামপুকুর বাটতে ভক্তসঙ্গে ঠাকুর স্ত্রীরামকৃষ্ণ ৩১৩ । শ্রীরামকৃষ্ণ (সহাস্তে)—জল স্থির থাকলেও জল, হেললে দুললেও । জল, তরঙ্গ হ’লেও জল । . . . . . [Voice of God or Conscience—altos নারায়ণ l “আর একটি কথা। মাহুত নারায়ণের কথাই বা না শুনি কেন ? গুরু শিষ্যকে বলে দিছলেন, সব নারায়ণ। পাগলা হাতি আসছিল। শিষ্য গুরুবাক্য বিশ্বাস ক’রে সেখান থেকে সরে নাই। হাতিও নারায়ণ । মাহুত কিন্তু চেচিয়ে বলছিলো, সব সরে যাও, সব সরে যাও ; শিষুটি সরে নাই। হাতি তাকে আছাড় দিয়ে চলে গেল। প্রাণ যায় নাই। মুখে জল দিতে দিতে জ্ঞান হয়েছিল। যখন জিজ্ঞাসা করলে কেন তুমি সরে যাও নাই, সে বললে, কেন, গুরুদেব যে বলেছেন—সব নারায়ণ! গুরু বললেন, বাবা, মাহুত নারায়ণের কথা তবে শুন নাই কেন ? তিনিই শুদ্ধ-মন শুদ্ধ-বুদ্ধি হ’য়ে ভিতরে আছেন। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। অামি ঘর, তিনি ঘরণী । তিনিই মাহুত নারায়ণ s" ডাক্তার—অার একটা বলি ; তবে কেন বল, এটা সরিয়ে দাও ? শ্রীরামকৃষ্ণ— যতক্ষণ আমি ঘট রয়েছে, ততক্ষণ এইরূপ হচ্ছে । মনে করে মহাসমুদ্ৰ—অধঃ উধ্ব পরিপূর্ণ। তার ভিতর একটি ঘট রয়েছে। ঘটের অস্তরে বাহিরে জল । কিন্তু না ভাঙ্গলে ঠিক একাকার হচ্ছে না। তিনিই এই আমি-ঘট রেখে দিয়েছেন । [ আমি কে ? ] ডাক্তার—তবে এই ‘আমি যা বলছ, এগুলো কি ? এর ত মানে । বলতে হবে । তিনি কি আমাদের সঙ্গে চালাকি খেলছেন ? গিরিশ—মহাশয়, কেমন করে জানলেন, চালাকি নয় ? শ্রীরামকৃষ্ণ ( সহাস্তে )—এই ‘আমি তিনিই রেখে দিয়েছেন। 。影