পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

to

  • - so

- WoS8 শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ s *4, ੩੪ਦੋ অক্টোবর র্তার খেলা—র্তার লীলা ! এক রাজার চার বেট । রাজার ছেলে— কিন্তু খেলা করছে—কেউ মন্ত্রী, কেউ কোটাল হয়েছে, এই সব। রাজার বেটী হ’য়ে কোটাল কোটাল খেলছে ! - (ডাক্তারের প্রতি )—“শোন! তোমার যদি আত্মার সাক্ষাৎকার হয়, তবে এই সব মানতে হবে। র্তার দর্শন হ’লে সব সংশয় যায়।” [Sonship and the Father—&f=|[to] e :=|atop 1 ডাক্তার—সব সন্দেহ যায় কই ? স্ত্রীরামকৃষ্ণ—আমার কাছে এই পর্যন্ত শুনে যাও। তারপর বেশী কিছু শুনতে চাও, তার কাছে একলা একলা বলবে। তাকে জিজ্ঞাসা করবে, কেন তিনি এমন করেছেন । । "ছেলে ভিখারীকে এক কুনকে চাল দিতে পারে। রেল ভাড়া যদি দিতে হয় ত কৰ্ত্তাকে জানাতে হয় । [ ডাক্তার চুপ করিরা আছেন। “আচ্ছা, তুমি বিচার ভালবাস । কিছু বিচার করি, শোনে । জ্ঞানীর মতে অবতার নাই। কৃষ্ণ অৰ্জ্জুনকে বলেছিলেন,—তুমি আমাকে অবতার অবতার বলছ, তোমাকে একটা জিনিস দেখাই,— দেখবে এস। অর্জুন সঙ্গে সঙ্গে গেলেন। খানিক দূরে গিয়ে অর্জুনকে বললেন, কি দেখতে পাচ্ছ ?’ অৰ্জ্জুন বললেন, ‘একটি বৃহৎ গাছ, কালে জাম থোলো থোলো হয়ে আছে। শ্ৰীকৃষ্ণ বললেন, ও কাল জাম নয়। আর একটু এগিয়ে দেখ। তখন অৰ্জ্জুন দেখলেন, ‘থোলে। থোলা কৃষ্ণ ফলে আছে। কৃষ্ণ বললেন, ‘এখন দেখলে ? আমার মতো কত কৃষ্ণ ফলে রয়েছে ! “কবীর দাস শ্রীকৃষ্ণের কথায় বলেছিলো, তুমি গোপীদের হাততালিতে বানর নাচ নেচেছিলে । {