পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতায় শ্যামপুকুর বাটতে ভক্তসঙ্গে জীরামকৃষ্ণ ৩২১ । ডাক্তার মাঝে মাঝে গল্প করিতেছেন। কত কষ্টে হোমিওপ্যাথিক Hospital হইয়াছিল, সেই সকল ব্যাপার সম্বন্ধীয় চিঠিপত্র পড়িতে বলিলেন আর বলিলেন যে, “ঐ সকল চিঠিপত্র ১৮৭৬ খ্ৰীষ্টাব্দের Calcutta Journal of Madicine-4 °ife; afta " gigstää হোমিওপ্যাথির উপর খুব অনুরাগ । মাষ্টার আর একখানি বই বাহির করিয়াছেন, Munger's New Theology ডাক্তার দেখিলেন । - ডাক্তার—Munger বেশ যুক্তি বিচারের উপর সিদ্ধান্ত করেছে। এ তোমার চৈতন্য অমুক কথা বলেছে, কি বুদ্ধ বলেছে, কি যীশুখ্ৰীষ্ট বলেছে,—তাই বিশ্বাস করতে হবে,—তা নয়। o মাষ্টার ( সহাস্ত্যে )—চৈতন্য, বুদ্ধ, নয় ; তবে ইনি ( Munger ) ডাক্তার—তা তুমি যা বল । মাষ্টার—একজন ত কেউ বলছে। তা হ’লে দাড়ালো ইনি । ( ডাক্তারের হাস্য ) । ডাক্তার গাড়িতে উঠিয়াছেন, মাষ্টার সঙ্গে সঙ্গে উঠিয়াছেন। গাড়ি শ্যামপুকুর অভিমুখে যাইতেছে, বেলা দুই প্রহর হইয়াছে। ছুইজনে গল্প করিতে করিতে যাইতেছেন। ডাক্তার ভাদুড়ীও মাঝে মাঝে ঠাকুরকে দেখিতে আসেন ; তাহারই কথা উঠিল। মাষ্টার (সহস্যে)—আপনাকে ভাদুড়ী বলেছেন, ইটপাটকেল থেকে আরম্ভ করতে হবে । ডাক্তার—সে কি রকম ? মাষ্টার-মহাত্মা, সূক্ষ্ম শরীর, এ সব আপনি মানেন না। ভাদুড়ী ***3, Café o Theosophist sl gig আপনি অবতার লীলা * - মানেন না। তাই তিনি বুঝি ঠাট্টা ক'রে বলেছেন, এবার মলে মানুষ ৩য়—২১ so