পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭૭8 o ঐস্ত্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ I St+4, ৩০শে # . “শুদ্ধ ভক্ত কখনও নিতে থাকে কখন লীলায়। “র্যারই নিত্য তারই লীলা। দুই কিংবা বহু নয়।” লেখক-আজ্ঞে, ‘বৃন্দাবনের কৃষ্ণ আর মথুরার কৃষ্ণ বলে কেন ? শ্রীরামকৃষ্ণ—ও গোস্বামীদের মত। পশ্চিমে পণ্ডিতেরা তা বলে না। তাদের কৃষ্ণ এক , রাধা নাই। দ্বারিকার কৃষ্ণ ঐ রকম। লেখক-আজ্ঞে, রাধাকৃষ্ণই পরব্রহ্ম। - শ্রীরামকৃষ্ণ –বেশ! কিন্তু তাতে সব সম্ভবে? সেই তিনিই নিরাকার সাকার । তিনিই সরাট বিরাট ! তিনিই ব্রহ্ম, তিনিই শক্তি ! “র্তার ইতি নাই—শেষ নাই ; তাতে সব সম্ভবে। চিল শকুনি যত উপরে উঠুক না কেন, আকাশ গায়ে ঠেকে না। যদি জিজ্ঞাসা করে। ব্ৰহ্ম কেমন—তা বলা যায় না। সাক্ষাৎকার হ'লেও মুখে বলা যায় না। যদি জিজ্ঞাসা কেউ করে, কেমন ঘি । তার উত্তর,—কেমন ঘি, না যেমন ঘি। ব্রহ্মের উপমা ব্রহ্ম, আর কিছুই নাই ।