পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, গান—মন কি তত্ত্ব কর তীরে, যেন উন্মত্ত আঁধার ঘরে। । সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। গান—কে জানে কালী কেমন। ষড়দর্শনে না পায় দরশন। । * গান-মন রে কৃষি কাজ জান না। এমন মানব জমীন রইল পতিত, शान-अग्नि शनं रज़ाउ যাবি । কালী কল্পতরু মূলে রে মন চারি ফল কুড়ায়ে পাবি৷ মাষ্টার বলিলেন, আজ্ঞা হা । ঠাকুর মাষ্টারের সহিত ঘরে পায়চারি করিতেছেন—চটিজুতা পায়ে। অত অসুখ—সহাস্য বদন । , শ্রীরামকৃষ্ণ—আর ও গানটাও বেশ —‘এ সংসার ধোকার টাটী’। আর এ সংসার মজার কুটি! ও ভাই আনন্দ বাজারে লুটি। भाgद्र-आङ ईं। ঠাকুর হঠাৎ চমকিত হইতেছেন। অমনি পাতৃকা ত্যাগ করিয়া স্থিরভাবে দাড়াইলেন। একেবারে সমাধিস্থ । আজ জগন্মাতার পূজা, তাই কি মুহুর্মুহু চমকিত এবং সমাধিস্থ। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া যেন অতি কষ্টে ভাব সম্বরণ করিলেন।