পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতায় খামপুকুর বাটতে ভক্তসঙ্গে এঁরামকৃষ্ণ ৩৩১ ডাক্তার গিরিশকে বলিতেছেন, “তোমার ঐ গানটি বেশ–বীশের গান—বুদ্ধ চরিতের ” ঠাকুরের ইঙ্গিতে গিরিশ ও কালীপদ দুইজনে মিলিয়া গান শুনাইতেছেন— - আমার এই সাধের বীণে, যত্নে গাথা তারের হার । যে যত্ন জানে বাজায় বীণে উঠে সুধা অনিবার ॥ তানে মানে বাধলে ভুরি, শত ধারে বয় মাধুরী। বাজে না আলগা তারে, টানে ছিড়ে কোমল তার ॥ গান—জুড়াইতে চাই, কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই। ফিরে ফিরে আসি, কত কাদি হাসি, কোথা যাই সদা ভাবি গো তাই ॥ কে খেলায় আমি খেলি বা কেন, জাগিয়ে ঘুমাই কুহকে যেন। এ কেমন ঘোর হবে নাকি ভোর, অধীর অধীর যেমতি সমীর অবিরাম গতি নিয়ত ধাই। জানি না কেবা এসেছি কোথায়, কেনবা এসেছি, কোথা নিয়ে যায়, যাই ভেসে ভেসে কত কত দেশে, চারিদিকে গোল উঠে নানা রোল । কত আসে যায়, হাসে কাদে গায়, এই আছে আর তখনি নাই | কি কাজে এসেছি কি কাজে গেল, কে জানে কেমন কি খেলা হল । ।