পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশীপুর বাগানে ভক্তসঙ্গে শ্রীরামকৃষ্ণ છ૧ - “কিন্তু বড় শীত আর অন্ধকার ।” সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ( নরেন্দ্রের প্রতি, সহাস্ত্যে )—পড়বি না ? নরেন্দ্র ( ঠাকুর ও মণির দিকে চাহিয়া )—একটা ঔষধ পেলে বাটি, যাতে পড়া টড়া যা হয়েছে সব ভুলে যাই । শ্ৰীযুক্ত (বুড়ে ) গোপালও বসিয়া আছেন। তিনি বলিতেছেন —আমিও ঐ সঙ্গে যাব । শ্ৰীযুক্ত কালিপদ ( ঘোষ ) ঠাকুরের জন্য আঙ্গুর আর্নিয়াছিলেন । আঙ্গুরের বাক্স ঠাকুরের পার্শ্বে ছিল। ঠাকুর । ভক্তদের আঙ্গুর বিতরণ করিতেছেন। প্রথমেই নরেন্দ্রকে দিলেন— তাহার পর হরিলুটের মত ছড়াইয়া দিলেন, ভক্তেরা যে যেমন পাইজ্জৈন কুড়াইয়া লইলেন। দ্বিতীয় পরিচ্ছেদ ঈশ্বরের জন্য গ্রীযুক্ত নরেন্দ্রর ব্যাকুলত ও তীব্র বৈরাগ্য সন্ধ্যা হইয়াছে, নরেন্দ্র নীচে বসিয়া তামাক খাইতেছেন ও নিভৃতে মণির কাছে নিজের প্রাণ কিরূপ ব্যাকুল গল্প করিতেছেন । নরেন্দ্র ( মণির প্রতি )—গত শনিবার এখানে ধ্যান করছিলাম । হঠাৎ বুকের ভিতর কি রকম করে এলো ! মণি – কুণ্ডলিনী জাগরণ । নরেন্দ্র – তাই হবে, বেশ বোধ হ’লো—ইড়া পিঙ্গলা । হাজরাকে বললাম, বুকে হাত দিয়ে দেখতে। কাল রবিবার, উপরে গিয়ে এর