পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪৮ । { ঐশ্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ [ ১৮৮৬, 8ठै। জানুয়ারী সঙ্গে দেখা কল্লাম, ওঁকে সব বললাম। আমি বললাম, ‘সববাই-এর হ'লে আমায় কিছু দিন। সববাই-এর হলে আমার হবে না ? মণি—তিনি তোমায় কি বললেন ? নরেন্দ্ৰ—তিনি বললেন, ‘তুই বাড়ির একটু ঠিক করে আয় না, সব হবে । তুই কি চাস ? * - [ Sri Ramakrishna and the Vedanta- “আমি বললাম,—আমার ইচ্ছা অমনি তিন চার দিন সমাধিস্থ হয়ে থার্কবো। কখন কখন এক একবার খেতে উঠবো!” - “তিনি বললেন,—“তুই ত’ বড় হীনবুদ্ধি ! ও অবস্থার উচু অবস্থা আছে। তুই ত’ গান গাস, যে কুচ হয় সে তুহি হায় ।” মণি—ই, উনি সৰ্ব্বদাই বলেন, যে সমাধি থেকে নেমে এসে ছাখে —তিনিই জীব জগৎ, এই সমস্ত হ’য়েছেন । ঈশ্বরকোটির এই অবস্থা হতে পারে। উনি বলেন, জীবকোটি সমাধি অবস্থা যদিও লাভ করে আর নামতে পারে না'। নরেন্দ্ৰ—উনি বললেন,—তুই বাড়ির একটা ঠিক ক'রে আয়, সমাধি লাভের অবস্থার চেয়েও উচু অবস্থা হ’তে পারবে। “আজ সকালে বাড়ি গেলাম। সকলে বকতে লাগলো-আর বললে, “কি হো হে ক'রে বেড়াচ্ছিস্ ? আইন একজামিন । B.L.) এত নিকটে, পড়া শুনা নাই, হো হে ক'রে বেড়াচ্ছ ” - মণি—তোমার ম! কিছু বললেন ? নরেন্দ্র—ন, তিনি খাওয়াবার জন্য ব্যস্ত, হরিণের মাংস ছিল,— খেলুম,—কিন্তু খেতে ইচ্ছা ছিল না । {