পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশীপুর বাগানে সাঙ্গোপাঙ্গসঙ্গে স্ত্রীরামকৃষ্ণ ৩৭১ . . . . . . . . . . . . . . . . আলো জ্বালা হইল। । করিতেছেন। কিয়ৎক্ষণ পরে ফকির ঠাকুরের সন্মুখে অপরাধভঞ্জন । স্তব পাঠ করিতেছেন। ফকির বলরামের পুরোহিতবংশীয়। । প্রাগ্রেহস্থে যদাসং তব চরণযুগং নাশ্ৰিতো নাচ্চিতোহহং, তেনাদ্যেহকীৰ্ত্তিবগৈৰ্জঠরজদহনৈর্বাধ্যমানে বলিষ্ঠৈ স্থিত্ব জন্মান্তরে নো পুনরিহ ভবিতাক্কাশ্ৰয় কাপি সেবা, . ক্ষন্তব্যে মেহপরাধঃ প্রকটতবদনে কামরূপে করালে! ইত্যাদি । ঘরে শশী, মণি, আরও ছ' একটি ভক্ত আছেন। স্তব পাঠ সমাপ্ত হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অতি ভক্তিভাবে হাত জোড় করিয়া নমস্কার করিতেছেন। ن ن ل মণি পাখা করিতেছেন। ঠাকুর ইসার করিয়া তাহাকে বলতেছেন “একটি পাথর বাটি আনবে। (এই বলিয়া পাথর বাটির গঠন অঙ্গুলি দিয়া আঁকিয়া দেখাইলেন ) একপো, অত দুধ ধরবে ? সাদা পাথর।” মণি—আজ্ঞা হা । শ্রীরামকৃষ্ণ—আর সব বাটিতে ঝোল খেতে আস্টে লাগে । সন্ধ্য হইয়াছে; উপরের ঘরে ও অন্যান্য স্থানে আ:ে &