পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট—বরাহনগর মঠ । ਾਂ মাষ্টার—অর্থাৎ ঘরের ভিতর এখনও প্রবেশ করিতে পারেন নাই। : “কিন্তু শ্যামপুকুর বাটতে বিজয় গোস্বামী ঠাকুরকে । বলেছিলেন, ‘আমি আপনাকে ঢাকাতে এই আকারে দর্শন করেছি, এই শরীরে !" তুমিও সেইখানে উপস্থিত ছিলে । • নরেন্দ্ৰ—দেবেন্দ্রবাবুলামবাবু, এরা সব সংসার ত্যাগ করবে—খুব চেষ্টা করছে। রামবাবু privately বলেছে, তুই বছর পরে ত্যাগ করবে । oኑ মাষ্টার—দুই বছর পরে ? মেয়েছেলেদের বন্দোবস্ত হলে বুঝি ? নরেন্দ্ৰ—আর ও বাড়িটা ভাড়া দেবে। আর একটা ছোট বাড়ি কিনবে । মেয়ের বিয়ে টিয়ে ওরা বুঝবে। 鲁 মাষ্টার—গোপালের বেশ অবস্থা ; না ? নরেন্দ্ৰ—কি অবস্থা ! মাষ্টার—-এত ভাব হরিনামে অশ্রু রোমাঞ্চ । নরেন্দ্ৰ—ভাব হ'লেই কি বড় লোক হ'য়ে গেল ! “কালী, শরৎ, শশী, সারদা এরা–গোপালের চেয়ে কত বড়লোক! এদের ত্যাগ কত! গোপাল তাকে (ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ) মানে কৈ ?” মাষ্টার—তিনি বলেছিলেন বটে, ও এখানকার লোক নয় । তবে ঠাকুরকে তো খুব ভক্তি করতেন দেখেছি। নরেন্দ্ৰ—কি দেখেছেন ? মাষ্টার—যখন প্রথম প্রথম দক্ষিণেশ্বরে যাই, ঠাকুরের ঘরে ভক্তদের দরবার ভেঙ্গে গেলে পর, ঘরের বাইরে এসে একদিন দেখলাম—-গোপাল হাঁটু গেড়ে বাগানের লাল শুরকির পথে হাত জোড় করে আছেন— ঠাকুর সেইখানে দাড়িয়ে । খুব চাদের আলো । ঠাকুরের ঘরের ঠিক উত্তরে যে বারান্দাটি আছে তারই ঠিক উত্তর গায়ে লাল শুরকির রাস্তা। ৩য়—২৫