পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৪০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* দ্বিতীয় পরিচ্ছেদ নরেন্দ্রর পূর্বকথা মাঠ কালী তপস্বীর ঘরে দুইটি ভক্ত বসিয়া আছেন। একটি ੀ ও একটি গৃহী। উভয়েরই বয়স ২৪২৫। দুই জনে কথা কহিতেছেন। । এমন সময়ে মাষ্টার আসিলেন। তিনি মঠে তিন দিন থাকিবেন। । - আজ গুডফ্রাইডে, ৮ই এপ্রিল ১৮৮৭, শুক্রবার। এখন বেলা । ৮ট হইবে। মাষ্টার আসিয়া ঠাকুর ঘরে গিয়া ঠাকুর প্রণাম করিলেন। তৎপরে নরেন্দ্র রাখাল ইত্যাদি ভক্তদের সহিত দেখা করিয়া ক্রমে এই ঘরে আসিয়া বসিলেন, ও ঐ দুইটি ভক্তকে সম্ভাষণ করিয়া ক্রমে তাহাদের কথা শুনিতে লাগিলেন। গৃহী ভক্তটির ইচ্ছা সংসার ত্যাগ করেন। মঠের ভাইটি তাহাকে বুঝাচ্ছেন, যাতে সে সংসার ত্যাগ না করে । - ত্যাগী ভক্ত –কিছু কৰ্ম্ম যা আছে—করে ফেল না। একটু করলেই । তার পর শেষ হ’য়ে যাবে । “একজন শুনেছিল তার নরক হবে। সে একজন বন্ধুকে বললে, নিরক কি রকম গা ? বন্ধুটি একটু খড়ি নিয়ে নরক অঁাকতে লাগলো। নরক যেই আঁকা হয়েছে অমনি ঐ লোকটি তাতে গড়াগড়ি দিয়ে । ফেললে। আর বললে এইবার আমার নরক ভোগ হ'য়ে গেল।” গৃহী ভক্ত—আমার সংসার ভাল লাগে না, আহা তোমরা কেমন আছে । g ত্যাগীভক্ত—তুই অত বকিস কেন ? বেরিয়ে যাবি যাস্ —কেন, একবার সখ ক'রে ভোগ ক’রে নে না । নয়টার পর ঠাকুরঘরে শশী পূজা করিলেন।