পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৪০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৯৪ খ্ৰীষীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ [ ১৮৮৭, ৯ই এপ্রিল “এক একবার খুব অবিশ্বাস আসে। বাবুরামদের বাড়িতে কিছু নাই বোধ হলো। যেন ঈশ্বর টশ্বর কিছুই নাই ।” মাষ্টার—ঠাকুর তো বলতেন, তারও এরূপ অবস্থা এক একবার হ’তো । - দুজনে চুপ করে আছেন । মাষ্টার বলিতেছেন—“ধন্য তোমরা ! রাত দিন তাকে চিন্তা করছে !” নরেন্দ্র বলিলেন, “কই ? তাকে দেখতে পাচি না বলে শরীর ত্যাগ করতে ইচ্ছা হচ্ছে কই ?” A. রাত্রি হইয়াছে। নিরঞ্জন ৬পুরীধাম হইতে কিয়ৎক্ষণ ফিরিয়াছেন । র্তাহাকে দেখিয় মঠের ভাইরা ও মাষ্টার সকলেই আনন্দ প্রকাশ করিলেন। তিনি পুরী যাত্রার বিবরণ বলিতে লাগিলেন। নিরঞ্জনের বয়স এখন ২৫/২৬ হইবে । সন্ধ্যারতির পর কেহ কেহ ধ্যান করিতেছেন । নিরঞ্জন ফিরিয়াছেন বলিয়া অনেকে বড় ঘরে ( দানাদের ঘরে ) আসিয়া বসিলেন ও সদালাপ করিতে লাগিলেন। রাত ৯টার পর শশী vঠাকুরের ভোগ দিলেন ও র্তাহাকে শয়ন করাইলেন। মঠের ভাইরা নিরঞ্জনকে লইয়া রাত্রের আহার করিতে বসিলেন । খাদ্যের মধ্যে রুট, একটা তরকারী ও একটু গুড় ; আর ঠাকুরের যৎকিঞ্চিৎ সুজি পায়সাদী প্রসাদ । റ് তৃতীয় ভাগ সমাপ্ত